Onion Exports: আয় বাড়তে চলেছে কৃষকদের, এবার ভুটান-মরিশাসেও যাবে ভারতের পেঁয়াজ
Onion: দাম নিয়ন্ত্রণে গত বছরের ৮ ডিসেম্বর সরকার চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করেছিল। এদিকে পেঁয়াজের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের চোখে জল আসছে। দাম নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ করেছে। কেন্দ্রীয় সরকার বুধবার ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেডের (NCEL) মাধ্যমে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে।
নয়া দিল্লি: পেঁয়াজ চাষিদের জন্য সুখবর! অবশেষে প্রতিবেশী দেশে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরেই কৃষকেরা এই দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি পূরণ হল। কেন্দ্রীয় সরকার বুধবার ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেডের (NCEL) মাধ্যমে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে। এবার প্রতিবেশী দেশ ভুটান, মরিশাস ও বাহরাইনে পেঁয়াজ রফতানি করা হবে।
দেশের বাইরে যাবে ৪৭৫০ টন পেঁয়াজ
বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (DGFT), যে সংস্থাটি ভারতের বৈদেশিক বাণিজ্য পর্যবেক্ষণ করে, একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ,ভারত থেকে ভুটানে ৫৫০ টন ৩,০০০ টন বাহরাইনে এবং মরিশাসে ১২০০ টন পেঁয়াজ রফতানি করার অনুমতি দেওয়া হয়েছে। এই তিনটি দেশে পেঁয়াজ রফতানি NCEL-এর মাধ্যমে হবে বলে জানানো হয়েছে।
পেঁয়াজ রফতানি হয়েছে সংযুক্ত আরব আমিরা শাহী ও বাংলাদেশে
গত সপ্তাহে সংযুক্ত আরব আমির শাহী (UAE) এবং বাংলাদেশে মোট ৬৪,৪০০ টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে দেশে উন্মুক্ত পেঁয়াজ রফতানির উপর এখনও নিষেধাজ্ঞা রয়েছে। এমতাবস্থায় সরকার যে পেঁয়াজ রফতানি করছে তা সংশ্লিষ্ট দেশের সরকারের সহায়তায় করা হচ্ছে।
প্রসঙ্গত, অভ্যন্তরীণ প্রাপ্যতা বাড়াতে ও দাম নিয়ন্ত্রণে গত বছরের ৮ ডিসেম্বর সরকার চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করেছিল। এদিকে পেঁয়াজের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের চোখে জল আসছে। দাম নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ করেছে।