Pakistan Stock Market: ভারতে লাগাতার ধসের মধ্যে পাকিস্তানের শেয়ার বাজার যেন তেজি ঘোড়া, খেলা কি ঘুরছে?

Pakistan Stock Market: সোজা কথায়, পাকিস্তান স্টক মার্কেটের প্রধান সূচক করাচি স্টক এক্সচেঞ্জে রেকর্ড পর্যায়ে লেনদেন চলছে। তথ্য বলছে, কেএসই ট্রেডিং সেশনে প্রথমবারের মতো ৮০ হাজার পয়েন্টের গণ্ডি পার করে ৮০,০৫৯.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

Pakistan Stock Market: ভারতে লাগাতার ধসের মধ্যে পাকিস্তানের শেয়ার বাজার যেন তেজি ঘোড়া, খেলা কি ঘুরছে?
প্রতীকী ছবিImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Updated on: Jun 22, 2024 | 1:13 PM

কলকাতা: একদিকে যখন লাগাতার ধসের ছবি দেখা যাচ্ছে ভারতের শেয়ার বাজারে সেখানে কিন্তু একেবারে অন্য ছবি পাকিস্তানে। শুক্রবারও এ দেশে শেয়ারের দরপতন ঘটলেও, গত ৫ দিনে পাকিস্তানের শেয়ার বাজারে কার্যত টাকার বৃষ্টি হচ্ছে। করাচি স্টক এক্সচেঞ্জ (KSE) ৫ দিনে প্রায় ১০ শতাংশের বেশি বৃদ্ধির সাক্ষী থেকেছে। যার কারণে KSE প্রথমবারের মতো আশি হাজারের মার্ক অতিক্রম করেছে। বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগকারীরা পাকিস্তানে নতুন অর্থনৈতিক পুনরুজ্জীবনের লক্ষণ দেখতে পারছেন। তারই প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে শেয়ার পাড়ায়। দেশের রাজস্ব ঘাটতি কমছে এবং সরকার ২০২৫ অর্থবছরে বেসরকারিকরণের বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বলেও শোনা যাচ্ছে। 

সোজা কথায়, পাকিস্তান স্টক মার্কেটের প্রধান সূচক করাচি স্টক এক্সচেঞ্জে রেকর্ড পর্যায়ে লেনদেন চলছে। তথ্য বলছে, কেএসই ট্রেডিং সেশনে প্রথমবারের মতো ৮০ হাজার পয়েন্টের গণ্ডি পার করে ৮০,০৫৯.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। যেখানে একদিন আগেও এটি ৭৮,৮০১.৫৩ পয়েন্টে বন্ধ হয়েছিল। তবে, শুক্রবার কেএসই ৭৯,৬৬৪.৬৫ পয়েন্টে খোলে। বাজার বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েকদিনের পাকিস্তানের শেয়ার মার্কেটের এই ঊর্ধ্বগতি দেখতে পাওয়া যেতে পারে। যদি আমরা শেষ ৫ টি ট্রেডিং সেশনের কথা বলি তাহলে দেখা যাবে করাচি স্টক এক্সচেঞ্জ বিনিয়োগকারীদের ১০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। 

সূত্রের খবর, দ্রুত সে দেশের সঙ্গে আইএমএফ-র একটি চুক্তির আশা করা হচ্ছে। এটা তারও প্রতিফলন বলে মনে করছেন অনেকে। অন্যদিকে দেশের রাজস্ব ঘাটতি কমেছে। বাহ্যিক চাপ কমেছে। জিডিপির অবস্থাও ধীরে ধীরে ফিরছে। যে কারণে বিনিয়োগকারীরা আশাবাদী ২০২৫ সালের মধ্যে বেসরকারিকরণের নতুন দরজা খোলার ব্যাপারে আশাবাদী রয়েছেন বিনিয়োগকারীরা। সে কারণেই এই শেয়ার বাজারে এই বুল রান বলে মনে করা হচ্ছে।