EPFO : ইপিএফ অ্যাকাউন্টে ট্রানসফার হয়নি পেনশনের টাকা? আপনার কষ্টার্জিত অর্থের হল কী!

EPFO : ইপিএফও-র প্রভিডেন্ট ফান্ডের অর্থ পূর্ববর্তী মেম্বার আইডি (MID) থেকে বর্তমান MID তে ট্রান্সফার হলেও পেনশনের অর্থ জমা না হলে কী করবেন? ইপিএফও সদস্য়দের জেনে রাখা উচিত যে, কাজের সময়কাল ও শেষ বেতনের উপর নির্ভর করে। পেনশন ফান্ড অ্য়াকাউন্টে কত টাকা রয়েছে তার উপর এটি নির্ভর করে না।

EPFO : ইপিএফ অ্যাকাউন্টে ট্রানসফার হয়নি পেনশনের টাকা? আপনার কষ্টার্জিত অর্থের হল কী!
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2022 | 6:21 PM

চাকরিজীবীদের কাছে ভবিষ্যতের জন্য় টাকা সঞ্চয়ের একটি বিশ্বাসযোগ্য সরকারি সংস্থা হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন (Employees Provident Fund Organisation)। প্রত্যেক চাকরিজীবীরই মাস মাইনের একটা অংশ এই ইপিএফ ফান্ডে জমা হয়। সমপরিমাণ টাকা দেয় নিয়োগকারী সংস্থাও। চাকরি জীবনে সংস্থা বদল হলেও এই ইপিএফ অ্য়াকাউন্ট একই থাকে। তবে মেম্বার আইডির পরিবর্তন হয়। ইপিএফও-র প্রভিডেন্ট ফান্ডের অর্থ পূর্ববর্তী মেম্বার আইডি (MID) থেকে বর্তমান MID তে ট্রান্সফার হলেও পেনশনের অর্থ জমা না হলে কী করবেন? ইপিএফও সদস্য়দের জেনে রাখা উচিত যে, কাজের সময়কাল ও শেষ বেতনের উপর নির্ভর করে। পেনশন ফান্ড অ্য়াকাউন্টে কত টাকা রয়েছে তার উপর এটি নির্ভর করে না। তাই সংস্থা পরিবর্তন করলেও এই টাকা ঢোকে না।

ইপিএফও সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য় :

  • ইপিএস ১৯৯৫ স্কিমের আওতায় কোনও কর্মী যদি পেনশন পেয়ে থাকেন তাঁকে প্রভিডেন্ট ফান্ডে যোগ দিতে হবে। তাঁকে পেনশন ফান্ডে নিজের নাম নথিভুক্ত করতে হবে না।
  • পেনশনভোগীর মৃত্যু হলে তাঁর পরিবারে কোনও যোগ্য সদস্য না থাকলে নমিনি বা মনোনীত ব্যক্তিকে সেই পেনশন দেওয়া হবে। কোনও বৈধ নমিনেশন না থাকলে পেনশনের অর্থ নির্ভরশীল মা-বাবাকে দেওয়া হবে।
  • ইপিএস স্কিমের আওতায় কোনও অবিবাহিত ব্যক্তি পরিবারের বাইরের কাউকে মনোনীত করতে পারেন। তবে সেই ব্যক্তির পরবর্তীকালে কোনও পরিবার তৈরি হলে আগের নমিনেশন অবৈধ বলে বিবেচিত হবে। ইপিএস’৯৫ এর আওতায় পার্টনার বা ছেলেমেয়েরা সেই পেনশনের সুবিধা পাবেন।