Life Certificate: আর মাত্র বাকি ১২ দিন, পেনশনভোগীরা বাড়িতে বসে জমা করতে পারেন লাইফ সার্টিফিকেট

Life Certificate: পেনশন ধারকদের নিজের পেনশন পাওয়ার জন্য প্রত্যেক বছর ৩০ নভেম্বরের মধ্যে নিজেদের লাইফ সার্টিফেকেট জমা দিতে হয়। ফলে পেনশন ধারকদের কাছে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য এখন মাত্র ১২ দিন বাকি রয়েছে।

Life Certificate: আর মাত্র বাকি ১২ দিন, পেনশনভোগীরা বাড়িতে বসে জমা করতে পারেন লাইফ সার্টিফিকেট
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2021 | 7:16 PM

নতুন দিল্লি: পেনশনভোগীদের জন্য লাইফ সার্টিফিকেট (Life Certificate) সবচেয়ে জরুরী দস্তাবেজ। আপনারা লাইফ সার্টিফিকেটকে বেশকিছু উপায়ে জমা করে থাকেন। ট্রেজারি, ব্যাঙ্কের ব্রাঞ্চ, কমন সার্ভিস সেন্টার এবং পোস্ট অফিসে গিয়ে আপনি লাইফ সার্টিফিকেট জমা করতে পারেন। পেনশনভোগীদের নিজের পেনশন পাওয়ার জন্য প্রত্যেক বছর ৩০ নভেম্বরের মধ্যে নিজেদের লাইফ সার্টিফেকেট জমা দিতে হয়। ফলে পেনশনভোগীদের কাছে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য এখন মাত্র ১২ দিন বাকি রয়েছে।

৩০ নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা না দিলে বন্ধ হয়ে যাবে পেনশন

যদি আপনি ৩০ নভেম্বর পর্যন্ত লাইফ সার্টিফিকেট জমা না দেন তো আপনার পেনশন বন্ধ হয়ে যাবে। আসলে লাইফ সার্টিফিকেট জমা করতেই জানা যায় পেনশন ধারক জীবিত আছেন কী না।

অনলাইনে তৈরি হয় লাইফ সার্টিফিকেট

পেনশনভোগীদের নিজেদের লাইফ সার্টিফিকেট তৈরি করার জন্য স্বয়ং যাওয়ার প্রয়োজন নেই। লাইফ সার্টিফিকেট স্বয়ং অনলাইনও জেনারেট করা যেতে পারে। কেন্দ্র সরকারের লাইফ সার্টিফিকেট পোর্টাল https://jeevanpramaan.gov.in/ থেকে আপনি ডিজিটাল ভাবে লাইফ সার্টিফিকেট জেনারেট করতে পারেন। আধার বেসড অথেন্টিকেশনের মাধ্যমে ডিজিটাল সার্টিফিকেট জেনারেট করা যেতে পারে।

ডোর স্টেপ সার্ভিসের মাধ্যমে জমা করা যেতে পারে লাইফ সার্টিফিকেট

পেনশনভোগীরা সরকারি ক্ষেত্রের এসবিআই (SBI), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) সহ ১২টি ব্যাঙ্কের ডোর স্টেপ ব্যাঙ্কিং সার্ভিসের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করাতে পারেন। ডোর স্টেপ সার্ভিসের জন্য নাম মাত্র ফি দিতে হয়।

আরও পড়ুন: School Reopens: বেড়েছে সেকশন, শিক্ষক সংখ্যা তো একই! কোভিড-গেরোয় বাড়ছে সঙ্কট