AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Rail: ট্রেনের টিকিট কাটার পর বোর্ডিং স্টেশন চেঞ্জ করতে চান? জেনে নিন সহজ প্রক্রিয়া

Indian Rail: ভারতীয় রেল যাত্রীদের তাদের পূর্বনির্ধারিত বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে দেয়, টিকিট কাটা হয়ে যাওয়ার পরও। টিকিট কাটার পর কীভাবে বোর্ডিং স্টেশন বদলাবেন? আসুন জেনে নেওয়া যাক -

Indian Rail: ট্রেনের টিকিট কাটার পর বোর্ডিং স্টেশন চেঞ্জ করতে চান? জেনে নিন সহজ প্রক্রিয়া
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: May 20, 2023 | 7:57 AM
Share

নয়া দিল্লি: ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছে। তারপর হঠাৎ বোর্ডিং স্টেশন অর্থাৎ, যে স্টেশন থেকে ট্রেন ধরবেন, তা পরিবর্তন করার প্রয়োজন পড়ল। অনেক সময়ই যাত্রীরা এমন পরিস্থিতির সম্মুখীন হন। সেই ক্ষেত্রে কী করবেন? সৌভাগ্যবশত, ভারতীয় রেল যাত্রীদের তাদের পূর্বনির্ধারিত বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে দেয়, টিকিট কাটা হয়ে যাওয়ার পরও। টিকিট কাটার পর কীভাবে বোর্ডিং স্টেশন বদলাবেন? আসুন জেনে নেওয়া যাক –

ভারতীয় রেলের নিয়ম:

কনফার্ম টিকিট কাটার পরও যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। এই ধরনের পরিস্থিতিতে, রিজার্ভেশন থাকা সত্ত্বেও রেলওয়ে একটি ভিন্ন স্টেশন থেকে যাত্রা শুরু করার সুবিধা দেয়। আর বোর্ডিং স্টেশন পরিবর্তনের প্রক্রিয়াটি আপনি আপনার বাড়িতে বসেই অনায়াসে করতে পারবেন। শুধু তাই নয়, বোর্ডিং স্টেশন পরিবর্তন করলে টিকিট বাতিল হয় না। রেলের পক্ষ থেকে কোনও জরিমানাও আরোপ করা হয় না। রেলের নিয়ম অনুযায়ী, যাত্রীদের নির্ধারিত যাত্রার ২৪ ঘণ্টা আগে পর্যন্ত বোর্ডিং স্টেশন পরিবর্তন করার স্বাধীনতা রয়েছে।

কীভাবে করা যায় বোর্ডিং স্টেশন পরিবর্তন?

– বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে, আইআরসিটিসি (IRCTC)-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে

– সেখানে টিকিট বুকিং-এর হিস্ট্রি বিভাগে যেতে হবে

– এই বিভাগে আপনি বোর্ডিং স্টেশন পরিবর্তন করার বিকল্প পাবেন, সেটি বেছে নিতে হবে

– এরপর, আপনার পছন্দের বোর্ডিং স্টেশন নির্বাচন করুন

– নিশ্চিতকরণের বোতামে ক্লিক করে আপনার বাছাই নিশ্চিত করুন

– এরপর, আপনার বোর্ডিং স্টেশন পরিবর্তনের চেষ্টা যে সফল হয়েছে, তা নিশ্চিত করতে আপনার মোবাইল ফোনে একটি এসএমএস আসবে