Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mutual Fund না FD, কোনটা বেশি নিরাপদ? কোথায় বিনিয়োগ করবেন

Mutual Fund or Fixed Deposit: বিনিয়োগকারীদের সবসময় তাদের আর্থিক উদ্দেশ্য এবং কতটা ঝুঁকি নিতে পারবেন, সেটা বুঝে বিনিয়োগ করা উচিত। স্টক মার্কেটে সরাসরি বিনিয়োগের করার তুলনায় মিউচুয়াল ফান্ড এবং এফডি সাধারণ মানুষের জন্য দুটি নিরাপদ বিনিয়োগের জায়গা। স্টক মার্কেটে সব বিনিয়োগকারীই টাকা লাগাতে পারেন, তবে, সেখানে ঝুঁকি অনেক বেশি। তাই, সাধারণ মানুষ বেশি পছন্দ করেন ফিক্স ডিপোজিট এবং মিউচুয়াল ফান্ড।

Mutual Fund না FD, কোনটা বেশি নিরাপদ? কোথায় বিনিয়োগ করবেন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2023 | 7:36 AM

নয়া দিল্লি: বিনিয়োগের কথা উঠলে অধিকাংশ মানুষই হয় মিউচুয়াল ফান্ড নয়তো ফিক্সড ডিপোজিট বেছে নেন। স্টক মার্কেটে সরাসরি বিনিয়োগের করার তুলনায় মিউচুয়াল ফান্ড এবং এফডি সাধারণ মানুষের জন্য দুটি নিরাপদ বিনিয়োগের জায়গা। স্টক মার্কেটে সব বিনিয়োগকারীই টাকা লাগাতে পারেন, তবে, সেখানে ঝুঁকি অনেক বেশি। তাই, সাধারণ মানুষ বেশি পছন্দ করেন ফিক্স ডিপোজিট এবং মিউচুয়াল ফান্ড। এফডি এবং মিউচুয়াল ফান্ডের তুলনা করলে আবার, সুদ প্রাপ্তির নিশ্চয়তার কারণে এফডিই সবচেয়ে নিরাপদ বিনিয়োগের জায়গা। ফিক্সড ডিপোজিট একেবারে ঝুঁকিহীন বলে মনে হলেও, বিনিয়োগকারীদের জানা উচিত যে, এফডির নিরাপত্তা কিন্তু ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রদানের ক্ষমতার উপর নির্ভর করে।

আরবিআই ব্যাঙ্কগুলিকে নিয়ন্ত্রণ করে এবং গ্রাহকদের অর্থকে সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করে থাকে। তবে, সাম্প্রতিক অতীতে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যেখানে আরবিআই-এর নিয়ম লঙ্ঘন করে লগ্নিকারীদের টাকা আটকে রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী, এই সব ক্ষেত্রে টাকা তোলা স্থগিত করা হতে পারে অথবা, টাকা তোলার পরিমাণে লাগাম টানা হতে পারে।

এফডি এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে পার্থক্য

সাধারণভাবে এফডি অত্যন্ত নিরাপদ এবং আপনাকে নিশ্চিত রিটার্ন দেয়। ইক্যুইটি বা বন্ডের পোর্টফোলিওতে বিনিয়োগ করা মিউচুয়াল ফান্ডগুলি অবশ্য এফডি-র থেকে বেশি রিটার্ন দেয়। কিন্তু, মিউচুয়াল ফান্ডের কোনও নিশ্চয়তা নেই এবং এটি বাজারের ঝুঁকি সাপেক্ষ। ইকুইটি ফান্ড এবং ডেট মিউচুয়াল ফান্ডের মতো বিভিন্ন মিউচুয়াল ফান্ডের বিভিন্ন রিস্ক প্রোফাইল থাকে। ডেট ফান্ডের তুলনায়, ইক্যুইটির ঝুঁকি আরও বেশি। কিন্তু দীর্ঘমেয়াদে অনেক বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে।

আপনি এই ফান্ডগুলিতে বিনিয়োগ করতে পারেন

স্বল্প থেকে মধ্যমেয়াদী লগ্নির জন্য আদর্শ হল ডেট ফান্ড। আর, ইক্যুইটি ফান্ড হল দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য উপযুক্ত। বিনিয়োগকারীদের সবসময় তাদের আর্থিক উদ্দেশ্য এবং কতটা ঝুঁকি নিতে পারবেন, সেটা বুঝে বিনিয়োগ করা উচিত। একটু বেশি ঝুঁকি নিতে চাইছেন যারা, তারা ইক্যুইটি ফান্ড বেছে নিতে পারেন। আর যারা খুব বেশি ঝুঁকি নিতে চান না, সেই বিনিয়োগকারী ডেট ফান্ডে বিনিয়োগ করা উচিত।