Petrol Price Today: লাগাতার তৃতীয় সপ্তাহ কমল অপরিশোধিত তেলের দাম, ভারতে কতটা সস্তা হতে চলেছে পেট্রোল
Petrol Price Today:
কলকাতা: বিদেশের বাজারে পেট্রোল ডিজেল সস্তা হওয়ায় ভারতীয় বাজারে পেট্রোল ডিজেলের দাম বাড়া কমেছে। দেশের তিনটি বড় পেট্রোলিয়াম কোম্পানি HPCL, BPCL এবং IOCL সোমবার পেট্রোল ডিজেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১০৪.৬৭ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৭৯ টাকা।
রাজধানী দিল্লিতে এদিন পেট্রোলের দাম প্রতি লিটার ১০৩.৯৭ টাকা এবং ডিজেলের দাম ৮৬.৬৭ টাকা। অন্যদিকে পাঞ্জাব সরকার বড় সিদ্ধান্ত নিয়ে রাজ্যে পেট্রোল ডিজেলের ভ্যাট কম করেছে। রাজ্য সরকারের তরফে ভ্যাট কম করার পর পেট্রোলের দাম সবচেয়ে বেশি ছাড় দেওয়া রাজ্য হয়ে গিয়েছে। পাঞ্জাবে প্রতি লিটার পেট্রোলে সবচেয়ে বেশি ১৬.০২ টাকা দাম কম হয়েছে।
আগামী বছর বিধানসভা নির্বাচন হতে চলেছে। পাঞ্জাব সরকার তা মাথায় রেখে প্রতি লিটার পেট্রোলে ১১.২৭ টাকা ভ্যাট কম করেছে। অন্যদিকে উত্তর প্রদেশেও প্রতি লিটার পেট্রোলে ৬.৯৬ টাকা ভ্যাট কম হয়েছে। আগামী বছর উত্তর প্রদেশেও বিধানসভা নির্বাচন রয়েছে। গুজরাট সরকারও পেট্রোলের উপর প্রতি লিটারে ৬.৮২ টাকা ভ্যাট কম করেছে। অন্যদিকে ওড়িশা প্রতি লিটার পেট্রোলে ৪.৫৫ টাকা এবং বিহার ৩.২১টাকা ভ্যাট কম করেছে।
দেশের মহানগরগুলিতে পেট্রোল ডিজেলের দাম
মুম্বইতে এদিন পেট্রোলের দাম প্রতি লিটার ১০৩.৯৭ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৮৬.৬৭ টাকা। চেন্নাইতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০১.৪০ টাকা এবং ডিজেলের দাম ৯১.৪২ টাকা প্রতি লিটার। ভোপালে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৭.২৩ টাকা এবং ডিজেলের দাম ৯০.৮৭ টাকা। হায়দরাবাদে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৮.২০ টাকা এবং ডিজেলের দাম ৯৪.৬২ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ১০০.৫৮ টাকা প্রতি লিটার এবং ডিজেল প্রতি লিটার ৮৫.০১ টাকা। লখনউতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৫.২৮ টাকা এবং ডিজেলের দাম ৮৬.৮০ টাকা প্রতি লিটার।
বিদেশী বাজারে অপরিশোধিত তেলের দাম লাগাতার তৃতীয় সপ্তাহ কম হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের খবরের মোতাবেক, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৮৫ ডলার প্রতি ব্যারেল পৌঁছে গিয়েছিল। যা এখন কমে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৮১ ডলার। অন্যদিকে মার্কিন ডলারের দাম বাড়ায় অপরিশোধিত তেলের দামের উপরও চাপ তৈরি হয়েছে। আগামী দিনে মার্কিন সরকার স্ট্র্যাটেজিক ক্রুড রিজার্ভ থেকে সরবরাহ বাড়াতে পারে। যা নিয়ে বিশেষজ্ঞদের ধারণা এমনটা হলে দাম আরও কমবে। তবে এটা অল্প সময়ের জন্যই প্রভাব দেখাবে। আগামী তিন মাসে ক্রুড অয়েলের দাম খুব বেশি কমার কোনও সম্ভবনা নেই। এই কারণে ঘরোয়া বাজারে পেট্রোল ডিজেলের দাম খুব বেশি কমার সম্ভবনা নেই। তবে এখানে খুব বেশি দাম বাড়ারও সম্ভবনা নেই। অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বেশিরভাগ সময় অপরিবর্তিতই থাকতে পারে।
আরও পড়ুন: Afghanistan: ‘ভারতের সঙ্গে কোনও বিবাদ চাই না’, আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে মরিয়া আফগান বিদেশমন্ত্রী