Petrol Diesen Price Today: লাগাতার চারদিন বাড়ার পর আজ অপরিবর্তিত ডিজেলের দাম, জানুন তরল সোনার দাম কত

আন্তর্জাতিক স্তরে তেলের দাম লাগাতার পঞ্চমদিন বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তিন বছরে প্রথমবার ৮০ ডলার প্রতি ব্যারেলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

Petrol Diesen Price Today: লাগাতার চারদিন বাড়ার পর আজ অপরিবর্তিত ডিজেলের দাম, জানুন তরল সোনার দাম কত
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2021 | 4:56 PM

কলকাতা: আইওসিএল (IOCL)-এর তরফে আজকের পেট্রোল ডিজেলের দাম প্রকাশ করা হয়েছে। গত কয়েকদিন দাম বাড়ার পর আজ জ্বালানি তেলের দাম অপরিবর্তিতই রয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL)- এর প্রকাশিত দাম অনুযায়ী আজ কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০১.৮৭ টাকা আর ডিজেলের দাম প্রতি লিটার ৯২.৬৭ টাকা। প্রসঙ্গত মঙ্গলবার সরকারি তেল কোম্পানিগুলো প্রায় ২২ দিন পর পেট্রোলের দাম (petrol price hike) বাড়িয়েছিল। অন্যদিকে লাগাতার চারদিন ডিজেলের দামও বাড়িয়েছিল। গতকাল রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ২০ পয়সা বাড়ানো হয়েছিল। অন্যদিকে ডিজেলের দাম ২৫ পয়সা বাড়ানো হয়েছিল।

চারদিনে চারবার বেড়েছে ডিজেলের দাম

দেশজুড়ে গত চারদিনে ৪ বার ডিজেলের দাম বেড়েছে। ভারতীয় তেল কোম্পানিগুলি সম্প্রতিই ২৪ সেপ্টেম্বর ২০ পয়সা, ২৬ সেপ্টেম্বর ২৫ পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম বাড়িয়েছিল। অন্যদিকে গতকাল আবারও প্রতি লিটার ডিজেলে ২৫ পয়সা দাম বাড়িয়েছিল তেল কোম্পানিগুলি।

আরও দাম বাড়তে পারে পেট্রোল ডিজেলের

আন্তর্জাতিক স্তরে তেলের দাম লাগাতার পঞ্চমদিন বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তিন বছরে প্রথমবার ৮০ ডলার প্রতি ব্যারেলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এখনও অপরিশোধিত তেলের আরও দাম বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর ফলে ভারতেও পেট্রোল ডিজেলের দাম আরও বাড়তে পারে।

দেশের অন্যান্য শহরে আজ পেট্রোল ডিজেলের দাম

রাজধানী দিল্লিতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ১০১.৩৯ টাকা। অন্যদিকে দেশের অর্থনৈতিক রাজধানী বলে পরিচিত মুম্বইতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ১০৭.৪৭ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৭.২১ টাকা। চেন্নাইতে আজ পেট্রোলের দাম ৯৯.১৫ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৪.১৭ টাকা। আইটি সিটি নামে পরিচিত বেঙ্গালুরুতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৪.৭০ টাকা এবং ডিজেলের দাম ৯৪.০৪ টাকা প্রতি লিটার। ভোপালে পেট্রোলের দাম ১০৯.৬৩ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৭.৪৩ টাকা। পাটনায় পেট্রোলের দাম ১০৩.৭৯ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৪.৫৫ টাকা। লখনউতে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৮.৩০ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৯.০২ টাকা। চণ্ডীগঢ়ে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৭.৪০ টাকা এবং ডিজেলের দাম ৮৮.৩৫ টাকা প্রতি লিটার।

জানিয়ে দিই যে দেশের রাজ্যগুলিতে পেট্রোল ডিজেলের দামের পার্থক্যের কারণ হল রাজ্য এবং কেন্দ্র জ্বালানি তেলের উপর আলাদা আলাদা কর আদায় করে। তেন বিপনন কোম্পানিগুলি গত ১৫ দিনে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম আর বিদেশি এক্সচেঞ্জের দর মোতাবেক প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম পরিবর্তন করে।

আরও পড়ুন: Gold Price Today: বাড়ল সোনার দাম, রুপোর দাম এখনও ধারাবাহিকভাবে নীচে