Gold Price Today : এক সপ্তাহে সর্বনিম্ন হল সোনা, রেকর্ডের থেকে প্রায় সাড়ে ৯ হাজার টাকা সস্তা হলুদ ধাতু
Gold Price Today : মঙ্গলবার এক ধাক্কায় অনেকটা দাম কমল হলুদ ধাতুর। সোনার সঙ্গে পাল্লা দিয়েছে এক কেজি রুপোর দাম কমেছে দেড় হাজার টাকা।
কলকাতা : মঙ্গলবার মধ্যবিত্তদের জন্য মঙ্গলবার্তা আজকের সোনার দাম। দীর্ঘদিনের দাম-ওঠা নামার পর অবশেষে এদিন অনেকটা সস্তা হল সোনা। এদিন ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম কমল ৯৬০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমল ১,০৫০ টাকা। সোনার সঙ্গে সঙ্গে এদিন দাম কমল রুপোরও। এদিন এক কেজি রুপোর দাম কমল দেড় হাজার টাকা।
মঙ্গলবার বেলা ২ টো অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭৪০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৯২০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,৪০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭৪,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৭১ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,৩৬৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৭১০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৭,১০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬০,০০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গত বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী ছিল সোনা ও রুপোর দাম। গতকাল ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৮,৩৬০ টাকা। এদিন তা কমল ৯৬০ টাকা। গত এক সপ্তাহে সর্বনিম্ন হল সোনার দাম। সোনার পাশাপাশি রুপোর দামে দেখা গেল বড় পতন। গতকাল ১ কেজি রুপোর দাম ছিল ৬১,৫০০ টাকা। এক ধাক্কায় তা হল ৬০ হাজার টাকা।
এদিন বিশ্ব বাজারে এক ধাক্কায় দাম কমল সোনার। গতকাল এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৮৬৩.৩৬ মার্কিন ডলার। এদিন তা কমে হল ১,৮২৬.১৬ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
এদিন কমল টাইটান, কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম। এদিন টাইটান কোম্পানির শেয়ারের দাম হয়েছে ২,০৮৭.০০ টাকা। কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ৫৮.৬০ টাকা। আর আজ পিসি জুয়েলারের শেয়ারের দাম হয়েছে ২৩ টাকা।