Monetary Policy: মজবুত অর্থনীতির উপরে জোর, ফের রেপো রেট বাড়াল RBI
Repo Rate: মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট ০.৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে নতুন রেপো রেট বেড়ে দাঁড়াচ্ছে ৫.৪০ শতাংশে।
নয়া দিল্লি: প্রাক-করোনা পর্বের মতো দেশের অর্থনীতিকে মজবুত করতে ফের একবার রেপো রেট বৃদ্ধি করল রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়া। এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস সাংবাদিক বৈঠক করে জানান যে, মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট ০.৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে নতুন রেপো রেট বেড়ে দাঁড়াচ্ছে ৫.৪০ শতাংশে। আজ থেকেই কার্যকরী হবে এই নতুন রেপো রেট। উল্লেখ্য, করোনা পরবর্তী সময়ে টানা ১১ মাস রেপো রেট অপরিবর্তিত রাখা হলেও, বিগত তিন মাসে তিনবার রেপো রেট বাড়ানো হল।
করোনাকালে ব্য়াপক ক্ষতির মুখে পড়তে হয়েছিল দেশের অর্থনীতিকে। ২০২০ সালের মার্চ মাসেই রেপো রেট ১১৫ বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হয়েছিল। কঠিন অবস্থা থেকে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্যও যথেষ্ট সময় দেওয়া হয়েছিল, টানা ১১ মাস অপরিবর্তিত রাখা হয়েছিল রেপো রেট। তবে মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির প্রভাব থেকে দেশকে বাঁচাতে ধীরে ধীরে ফের রেপে রেট বাড়াতে শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। গত মে মাসে প্রথম রেপো রেট ৪০ বেসিস বাড়ানো হয়। এরপর জুন মাসেও ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয় রেপো রেট। এবার আরও ৫০ পয়েন্ট বাড়িয়ে প্রাক-করোনা পর্বের মতোই রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেটের হার ৫.৪০ শতাংশে ধার্য করল।
RBI hikes repo rate by 50 basis points to 5.4% with immediate effect pic.twitter.com/axs5EMdvIM
— ANI (@ANI) August 5, 2022
উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তাঁকে রেপো রেট বলা হয়। একইভাবে অন্যান্য ব্যাঙ্কের কাছ থেকে রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে ঋণ নেয়, তাকে রিভার্স রেপো রেট বলে।
The real GDP growth projection for 2022-23 is retained at 7.2% with Q1- 16.2%, Q2- 6.2%, Q3 -4.1% and Q4- 4% with risks broadly balanced. The real GDP growth for Q1 2023-24 is projected at 6.7%: RBI Governor Shaktikanta Das pic.twitter.com/lyrW1anQaf
— ANI (@ANI) August 5, 2022
রেপো রেট বাড়ানোর পাশাপাশি চলতি অর্থবর্ষে জিডিপির বৃদ্ধির হারের পূর্বাভাসও দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ জানান, ২০২২-২৩ অর্থবর্ষে আসল জিডিপির প্রবৃদ্ধির হার ৭.২ শতাংশ হতে পারে বলে মনে করা হচ্ছে। এরমধ্য়ে প্রথম ভাগ বা ত্রৈমাসিকে প্রবৃদ্ধি ১৬.২ শতাংশ, দ্বিতীয় ভাগে ৬.২ শতাংশ, তৃতীয় ভাগে ৪.১ শতাংশ ও চতুর্থ ভাগে ৪ শতাংশ হবে বলে জানানো হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে আনুমানিক জিডিপির প্রবৃদ্ধি ৬.৭ শতাংশ হতে পারে।
Inflation is projected at 6.7% in 2022-23; CPI inflation for Q1- 2023-24 is projected at 5% : RBI Governor Shaktikanta Das pic.twitter.com/tC5ggpofjE
— ANI (@ANI) August 5, 2022
২০২২-২৩ অর্থবর্ষের জন্য মূল্যবৃদ্ধির হার ৬.৭ শতাংশ থাকতে পারে। ২০২৩-২৪ সালে সিপিআই মূল্যবৃদ্ধির ৫ শতাংশ হবে বলে জানান রিজার্ব ব্যাঙ্কের গভর্নর। তিনি জানান, বিদেশি মুদ্রার তুলনায় টাকার দামে পতন হলেও, ভারতের সঞ্চিত সম্পদ ভান্ডার বর্তমানে বিশ্বের মধ্য়ে চতুর্থ স্থানে রয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেটের হার বৃদ্ধি করায় স্বাভাবিকভাবেই ব্য়াঙ্কগুলিও তাদের ধণের উপরে সুদের হার বৃদ্ধি করবে। এরফলে বিশেষ করে ইএমআই বাড়বে। গত জুন মাসেও যখন আরবিআই রেপো রেট বাড়িয়েছিল, তখনও ইএমআইয়ের হার বেড়েছিল।