RBI Rules For Exchanging Torn Notes : ছেঁড়া-ফাটা নোট নিয়ে চিন্তা! কীভাবে বদলাবেন সেই টাকা? জানুন RBI-র নিয়মের বিস্তারিত
RBI Rules For Exchanging Torn Notes : ছেঁড়া-ফাটা নোট ব্য়াঙ্কে দিলে সেই নোটের পরিবর্তে সেই মূল্য ফেরত পেতে পারেন গ্রাহকরা। যদি কোনও ব্যাঙ্ক নোট বদল করে দিতে অস্বীকার করে তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে আরবিআই।
ছেঁড়া টাকা নিয়ে ভোগান্তি এখন রোজনামচা হয়ে গিয়েছে। দোকান থেকে না দেখেই ছেঁড়া টাকা ফেরত নিয়েছেন এ ঘটনা নতুন নয়। আবার সেই নোটই বাসে, ট্রামে দিতে হলে পড়তে হচ্ছে ফ্যাসাদে। ছেঁড়া টাকা নিয়ে লোকসান হচ্ছে ভাবছেন! ছেঁড়া টাকার বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কী বলছে জেনে নিন-
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (নোট রিফান্ড) সংশোধনী নিয়ম, ২০১৮ অনুযায়ী, কোনও ব্য়াঙ্কের যেকোনও শাখায় দু’টুকরো বা তিন টুকরো টাকা নিয়ে গেলে সেই টাকা নিতে বাধ্য ব্যাঙ্কগুলি। পাশাপাশি সেই টাকা বদলেও দিতে হবে। আর আরবিআই (নোট রিফান্ড) ২০০৯ অনুযায়ী, কোনও ব্যাঙ্ক ছেঁড়া, টেপ মারা, নষ্ট হয়ে যাওয়া, দ্বিখণ্ডিত বা ত্রিখণ্ডিত নোট ফিরিয়ে দিতে পারবে না। এমনকী কোনও ব্যাঙ্ক এরকম আচরণ করলে গ্রাহকরা অনলাইনে অভিযোগ করতে পারেন। এবং সেই ব্যাঙ্কের ১০ হাজার টাকা অবধি জরিমানা হতে পারে।
নষ্ট হয়ে যাওয়া টাকা বদলানোর শর্ত – আরবিআই নিয়ম :
- নষ্ট হয়ে যাওয়া টাকা বদলানোর ক্ষেত্রে গ্রাহক কত টাকা পাবেন তা নির্ভর করে টাকার মূল্য, লেভেল ও নষ্ট না হওয়া অংশের উপর।
- ধরুন ২০০০ টাকার একটি ছেঁড়া নোট। সেই নোটের ক্ষেত্রফল ১০৯.৫৬ বর্গসেন্টিমিটার। সেই নোটের ৪৪ বর্গসেমি ক্ষেত্রফলের জন্য অর্ধেক পরিমাণ ফেরত পাবেন গ্রাহক। সেখানে ৮৮ বর্গসেমি হলে ফেরত পাবেন পুরো পরিমাণ। সেরকমই ২০০ টাকার নোটের ৭৮ বর্গসেমির জন্য় পুরো পরিমাণ অর্থই ফেরত পাবেন। সেখানে ৩৯ বর্গসেমির জন্য মিলবে অর্ধেক পরিমাণ অর্থ।
- তবে যেসব টাকার অবস্থা খুবই শোচনীয় অর্থাৎ, পুড়ে গিয়েছে, একেবারে টুকরো টুকরো, সংখ্যা বোঝা যাচ্ছে না, সেইসব টাকা ব্য়াঙ্কে নেওয়া হবে না। এর পরিবর্তে, সেই টাকার মালিকরা আরবিআই ইস্যু অফিসে জমা দিতে পারেন। সেখানে বিশেষ প্রক্রিয়ায় এই টাকা বদল করা হয়।
- যেসব টাকা ইচ্ছে করে ছিঁড়ে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে সেসব টাকার পরিবর্তে কোনও মূল্যই দেওয়া হবে না।