Health Insurance: কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া, এই বিমায় মিলবে সব জায়গায় চিকিৎসা
Reliance health global policy: হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য বর্তমানে অধিকাংশই মেডিক্লেম বা স্বাস্থ্য বিমা করে রাখেন। কিন্তু, অধিকাংশ ক্ষেত্রেই দেশীয় স্বাস্থ্য বিমার সুবিধা বিদেশে পাওয়া যায় না। ফলে বেড়াতে বা ব্যাবসায়িক কাজে বিদেশে গিয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার খরচ নিয়ে সমস্যায় পড়তে হয়। তবে এবার এই সমস্যা মিটতে চলেছে। এবার বিদেশেও স্বাস্থ্য বিমার সুবিধা মিলবে।
মুম্বই: বর্তমানে মানুষ খুবই স্বাস্থ্য সচেতন। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য বর্তমানে অধিকাংশই মেডিক্লেম বা স্বাস্থ্য বিমা করে রাখেন। কিন্তু, অধিকাংশ ক্ষেত্রেই দেশীয় স্বাস্থ্য বিমার সুবিধা বিদেশে পাওয়া যায় না। ফলে বেড়াতে বা ব্যাবসায়িক কাজে বিদেশে গিয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার খরচ নিয়ে সমস্যায় পড়তে হয়। তবে এবার এই সমস্যা মিটতে চলেছে। এবার বিদেশেও স্বাস্থ্য বিমার সুবিধা মিলবে। এমনই বিশেষ বিমা নিয়ে এসেছে রিলায়েন্স গোষ্ঠী।
রিলায়েন্স গোষ্ঠীর অন্তর্গত রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ভারতীয় গ্রাহকদের জন্য ‘রিলায়েন্স হেলথ গ্লোবাল’ নীতি চালু করেছে। এর সাহায্যে দেশবাসী বিশ্বের যে কোনও প্রান্তে রিলায়েন্সের স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন। নিতে সক্ষম হবে।
ক্যান্সার বা বাইপাস সার্জারির খরচ কভার
সংস্থার খবর অনুযায়ী, রিলায়েন্স হেলথ গ্লোবাল স্বাস্থ্য বিমার আওতায় ক্যান্সার এবং বাইপাস সার্জারির মতো গুরুতর রোগের চিকিৎসার জন্যও কভারেজ মিলবে। শুধু দেশেই নয়, বিদেশেও এই ধরনের রোগ দেখা দিলে তার চিকিৎসার খরচ এই বিমার আওতায় পাওয়া যাবে।
৮.৩ কোটি টাকা পর্যন্ত কভারেজের বিকল্প
রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের তরফে জানানো হয়েছে, গ্রাহকেরা ‘হেলথ গ্লোবাল’ পলিসিতে ১ মিলিয়ন ডলার অর্থাৎ ৮.৩০ কোটি টাকা পর্যন্ত কভারেজ পেতে পারেন।
এয়ার অ্যাম্বুলেন্স থেকে অঙ্গ দান
‘হেলথ গ্লোবাল’ স্বাস্থ্য বিমার অধীনে চিকিৎসার জন্য একটি ব্যক্তিগত রুমও বুক করা যাবে। কারণ রুম ভাড়ার কোনও নির্দিষ্ট সীমা নেই। এছাড়া গ্রাহকেরা এয়ার অ্যাম্বুলেন্স এবং অঙ্গ দাতার কাছ থেকে অঙ্গ সংগ্রহের খরচের জন্যও বিমা কভারেজ পাবেন।
রিলায়েন্স হেলথ গ্লোবাল স্বাস্থ্য বিমা প্রসঙ্গে রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সিইও রাকেশ জৈন জানান, ভারত এখন বিশ্বায়িত হচ্ছে। দেশের বহু মানুষ বিদেশে পাড়ি জমাচ্ছেন। সেদিক বিবেচনা করেই বিদেশে সুবিধা মিলবে এমন স্বাস্থ্য বিমা আনা হয়েছে। এই পলিসি থেকে ভাল বিমা কভারেজও মিলবে।