Reliance Health: ১ কোটি টাকার কভারেজ! এই স্বাস্থ্য বিমা আপনার পরিবারকে সুরক্ষিত করবে

Health Insurance: স্বাস্থ্য বিমা করতে গেলে অনেক সময় প্রিমিয়ামের তুলনায় কম অঙ্কের ইনসিওরেন্স কভারেজ পাওয়া অভিযোগ ওঠে অথবা বিভিন্ন সংস্থার থেকে ইনসিওরেন্স ক্লেম করার ক্ষেত্রেও সমস্যা দেখা যায়।

Reliance Health: ১ কোটি টাকার কভারেজ! এই স্বাস্থ্য বিমা আপনার পরিবারকে সুরক্ষিত করবে
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 31, 2022 | 2:54 PM

কলকাতা: যতদিন যাচ্ছে মানুষের রোগ-ব্যাধি ক্রমশই বাড়ছে। করোনা মহামারি আমাদের নতুন করে স্বাস্থ্য বিমার প্রয়োজনীতা বুঝিয়েছে। যাঁদের পরিবার বা বাড়িতে বয়স্ক বাবা-মা আছেন, তাদের জন্য স্বাস্থ্য বিমা ভীষণভাবে প্রয়োজনীয়। কিন্তু স্বাস্থ্য বিমা করতে গেলে অনেক সময় প্রিমিয়ামের তুলনায় কম অঙ্কের ইনসিওরেন্স কভারেজ পাওয়া অভিযোগ ওঠে অথবা বিভিন্ন সংস্থার থেকে ইনসিওরেন্স ক্লেম করার ক্ষেত্রেও সমস্যা দেখা যায়। যাঁরা স্বাস্থ্য বিমা করানোর কথা ভাবছেন, তাদের জন্য রিলায়েন্স হেলথ গেইন (Reliance Health Gain Policy) নামে বিমা এনেছে রিলায়েন্স জেনারেল ইনসিওরেন্স কোম্পানি। এই স্বাস্থ্য বিমাতে কোনও গ্রাহক নিজের পছন্দমতো সুযোগ সুবিধা বেছে নিতে পারবেন, এবং সেই অনুযায়ী প্রিমিয়ামের অঙ্ক নির্ধারিত হবে, বাড়তি গাঁটের কড়ি গুনতে হবে না। এই হেলথ্ ইনসিওরেন্স সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক…

  1. রিলায়েন্স হেলথ গেইন প্লাস, পাওয়ার ও প্রাইম নামে তিনটি হেলথ ইনসিওরেন্স প্ল্যান নিয়ে এসেছে। এই ইনসিওরেন্স পলিসিতে ডবল কভার, আগে থাকা রোগের চিকিৎসা সহ মোট ৩৮ টি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে।
  2. ১৮ থেকে ৬৫ বছর বয়সীরা এই ইনসিওরেন্স নিতে পারেন। পাশাপাশি এই বিমা করালে কমপক্ষে ৩ লক্ষ টাকা সুযোগ সুবিধা মিলবে।
  3. অনেক সময় প্রবীণ নাগরিকরা চিকিৎসা বিমা সংক্রান্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন, তারাও সহজেই এই বিমা বেছে নিতে পারেন। এই বিমাতে নিজের পাশাপাশি পরিবারের ১২ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
  4. ৫০ বছরের কম বয়সে এই বিমা নিলে বিশেষ বিশেষ ছাড় মিলবে। যেমন বিমার প্রিমিয়ামে ১৫ শতাংশ ছাড় মিলবে।
  5. রিলায়েন্স হেলথ গেইন বিমাতে গ্রাহকরা যে শহর বা শহরে বাস করেন তার গড় চিকিৎসা খরচ অনুযায়ী প্রিমিয়াম দিতে পারেন।
  6. এই বিমাতে গ্রাহকরা স্বাধীনভাবে নিজের পছন্দসই সুবিধা বেছে নিতে পারেন এবং সেই সুবিধাগুলির জন্যই তাদের প্রিমিয়াম দিতে হবে।