Sam Altman: ক্ষণে ক্ষণে চাকরি বদল! ৫দিনেই ফের OpenAI-তে CEO পদে ফিরলেন স্যাম অল্টম্যান
OpenAI: স্যাম অল্টম্যানও ওপেনএআই-তে ফেরার কথা স্বীকার করে নেন। সোশ্যাল পোস্টে তিনি লেখেন, "আমি ওপেনএআই-কে ভালবাসি এবং বিগত কয়েকদিন ধরে আমি যা কিছু করেছি, তা এই দল ও মিশনকে একসঙ্গে রাখার জন্য। ওপেনএআই-তে ফেরার জন্য এবং মাইক্রোসফটের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়ার জন্য আমি মুখিয়ে রয়েছি।"
ওয়াশিংটন: হচ্ছেটা কী ওপেনএআই(OpenAI)-এ! চলতি সপ্তাহেই চ্যাটজিপিটি(ChatGPT)-র প্রস্তুতকারক ওপেনএআই সংস্থার সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয় স্যাম অল্টম্যান(Sam Altman)-কে। ওপেনএআই থেকে কার্যত বিতাড়িত হওয়ার পর গতকালই খবর শোনা যায়, মাইক্রোসফটে যোগ দিচ্ছেন স্যাম অল্টম্যান। এই ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আজ, বুধবার ফের নতুন ঘোষণা। ফের ওপেনএআই-তেই সিইও পদে ফিরতে চলেছেন স্যাম। বরং বদলে যেতে চলেছে ওপেনএআই-র বোর্ড সদস্যরা।
এ দিন ওপেনএআই (OpenAI) সংস্থার তরফে এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়, “ওপেনএআই-র সিইও পদে স্যাম অল্টম্যানকে ফিরিয়ে আনার সিদ্ধান্তে একমত হয়েছি আমরা। ওপেনএআই-র নতুন বোর্ড সদস্য হচ্ছেন ব্রেট টেলর (চেয়ার), ল্যারি সামারস ও অ্যাডাম ডি’অ্যাঞ্জেলো।”
অন্যদিকে, স্যাম অল্টম্যানও ওপেনএআই-তে ফেরার কথা স্বীকার করে নেন। সোশ্যাল পোস্টে তিনি লেখেন, “আমি ওপেনএআই-কে ভালবাসি এবং বিগত কয়েকদিন ধরে আমি যা কিছু করেছি, তা এই দল ও মিশনকে একসঙ্গে রাখার জন্য। ওপেনএআই-তে ফেরার জন্য এবং মাইক্রোসফটের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়ার জন্য আমি মুখিয়ে রয়েছি।”
স্যাম অল্টম্যান ওপেনএআই-তে ফেরার কথা ঘোষণা করতেই প্রতিক্রিয়া জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান সত্য নাদেলা। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “ওপেনএআই বোর্ডে যে পরিবর্তন হচ্ছে, তাতে আমরা উৎসাহিত। আমাদের বিশ্বাস, সংস্থার আরও স্থিতিশীল, তথ্যনিষ্ঠ ও কার্যকর পরিচালনের জন্য এটা প্রথম পদক্ষেপ। স্যাম, গ্রেগ ও আমি কথা বলেছি এবং সহমত হয়েছি যে ওপেনএআই-কে নেতৃত্ব দিতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের গ্রাহক ও অংশীদারদের পরবর্তী প্রজন্মের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পরিষেবা দিতে আমরা একসঙ্গে কাজ করব।”
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের জগতে জোয়ার আনে চ্যাটজিপিটি। আর চ্যাটজিপিটির হাত ধরেই প্রচারের আলোয় আসেন স্যাম অল্টম্যান। তাঁর মুখ দেখেই কোটি কোটি টাকা বিনিয়োগও করেন অনেকে। তবে সকলকে চমকে দিয়ে গত সপ্তাহের শুক্রবার ওপেনএআই ঘোষণা করে যে স্য়াম অল্টম্যানকে সিইও পদ থেকে বিতাড়িত করা হচ্ছে। স্যাম অল্টম্যানকে বিতাড়িত করার পরই ওপেনএআই-র সহ প্রতিষ্ঠাতা তথা প্রেসিডেন্ট গ্রেগ ব্রোকম্যানও সংস্থা থেকে ইস্তফা দেন।