SBI FD Interest Rate : SBI-তে FD থাকলে লাভবান হবেন আপনিও, বাড়তে চলেছে সুদের হার, জানালেন খোদ চেয়ারম্যান

SBI FD Interest Rate : ফিক্সড ডিপোজ়িটে সুদের হার বাড়াতে চলেছে দেশের সর্ববৃহৎ রাষ্টায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। গতকাল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধির কথা ঘোষণা করার পরই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন SBI-র চেয়ারম্যান।

SBI FD Interest Rate : SBI-তে FD থাকলে লাভবান হবেন আপনিও, বাড়তে চলেছে সুদের হার, জানালেন খোদ চেয়ারম্যান
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 10, 2022 | 9:45 AM

ভারতীয় স্টেট ব্যাঙ্কের (State Bank of India) গ্রাহকদের জন্য সুখবর। ফিক্সড ডিপোজ়িটে সুদের বাড়াচ্ছে এই ব্যাঙ্ক। বিজনেস টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, SBI এর চেয়ারম্যান দীনেশ কুমার খাড়া জানিয়েছেন, ফিক্সড ডিপোজ়িটের উপর সুদের হার বাড়াতে প্রস্তুত দেশের এই সর্ববৃহৎ রাষ্টায়ত্ত ব্যাঙ্ক।

বিজনেস টুডের প্রতিবেদন অনুযায়ী, SBI-র চেয়ারম্যান বলেছেন, ‘FD তে নয়া সুদের হার কার্যকর করা হবে। কয়েকটি মেয়াদের ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই সুদের হার বাড়িয়েছি।’

বর্তমানে SBI-র বিভিন্ন মেয়াদের FD তে সুদের হার :

১২ মাস থেকে ২৪ মাস মেয়াদের FDতে – ৫.১ শতাংশ

৩ বছর থেকে ৫ বছর মেয়াদের FDতে – ৫.৪৫ শতাংশ

৫ বছর থেকে ১০ বছরের কম মেয়াদের FDতে- ৫.৫ শতাংশ

তবে প্রতিবেদন অনুযায়ী, এই সুদের হার আরও বাড়ানো হতে পারে জানা গিয়েছে। এদিকে ফিক্সড ডিপোজ়িটের পাশাপাশি বাড়তে পারে ঋণের ক্ষেত্রে সুদের হারও। এই বিষয়ে খাড়াকে উদ্ধৃত করে বিজনেস টুডে-র প্রতিবেদনে লেখা হয়েছে, ‘পরিবর্তনশীল সুদের হারের সঙ্গে সম্পর্কিত কিছু ঋণ রয়েছে। এই ধরনের ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়তে পারে।’ প্রসঙ্গত, গতকাল রেপো রেট বৃদ্ধির কথা ঘোষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে রেপো রেট। বর্তমানে রেপো রেট দাঁড়িয়েছে ৪.৯ শতাংশ। এর ফলে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে RBI-র কাছে ঋণ নেওয়ার জন্য বেশি সুদ গুনতে হবে। তার জন্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর হাতেও বেশি টাকা থাকার প্রয়োজন। অন্যদিকে এই বাড়তি সুদের চাহিদা মেটাতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি স্বাভাবিকভাবেই সেই বর্ধিত সুদের হারের বোঝা চাপাবে তাদের গ্রাহকদের উপর। ফলত ব্যাঙ্কের ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে। এবং সেইমতো বেশ কিছু ব্যাঙ্ক বর্ধিত EMI রেট ইতিমধ্যেই কার্যকর করে দিয়েছে।