SBI hikes MCLR: বাড়ছে ইএমআই-এর খরচ, মেয়াদি ঋণদানের সুদের হার আরও বাড়াল এসবিআই
SBI hikes MCLR: সোমবার থেকে সব মেয়াদের জন্য মার্জিনাল কস্ট অব ফান্ডস বেসড লেন্ডিং রেট বা এমসিএলআর ১০ বেসিস পয়েন্ট বা ০.১ শতাংশ বাড়াল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এদিনের পদক্ষেপে ঋণগ্রহিতাদের দেয় ইএমআই-এর পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন আর্থিক বিশেষজ্ঞরা।
নয়া দিল্লি: ঋণগ্রহীতাদের জন্য দুঃসংবাদ। আজ, সোমবার থেকে এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া সব মেয়াদের জন্য তাদের মার্জিনাল কস্ট অব ফান্ডস বেসড লেন্ডিং রেট বা এমসিএলআর ১০ বেসিস পয়েন্ট বা ০.১ শতাংশ বাড়াল। এই নিয়ে গত দুই মাসের মধ্যে দ্বিতীয়বার মেয়াদি ঋণদানের সুদের হার বাড়াল এসবিআই। চলতি বছরের এপ্রিল মাস থেকে এই বেঞ্চমার্ক ঋণদানের সুদের হার বাড়ল ২০ বেসিস পয়েন্ট বা ০.২ শতাংশ। এর আগে আরবিআই রেপো রেট বাড়ানোর আগেই এমসিএলআর বাড়িয়েছিল এসবিআই। এদিনের পদক্ষেপে ঋণগ্রহিতাদের দেয় ইএমআই-এর পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন আর্থিক বিশেষজ্ঞরা।
সোমবার থেকে এসবিআই-এর এক বছরের এমসিএলআর ৭.১০ শতাংশ থেকে বেড়ে ৭.২০ শতাংশ হল। একই ভাবে দুই বছরের মেয়াদের এমসিএলআর ৭.৩০ শতাংশ থেকে বেড়ে হল ৭.৪০ শতাংশ এবং ৩ বছরের মেয়াদের এমসিএলআর ৭.৪০ শতাংশ থেকে বেড়ে হল ৭.৫০ শতাংশ। এছাড়া, ৬ মাসের এমসিএলআর দাঁড়ালো ৭.১৫ শতাংশে, তিন মাস, এক মাস এবং একদিনের মেয়াদের এমসিএলআর হয়েছে ৬.৮৫ শতাংশ।
চলতি মাসের রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আচমকা রেপো রেট, অর্থাৎ যে হারে স্বল্প মেয়াদে ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তারা, সেই হার বাড়িয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক এই ঋণদানের হার এক ধাক্কায় ০.৪০ শতাংশ বাড়িয়ে ৪.৪০ শতাংশ করেছিল। এরপরই, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কটি তাদের এমসিএলআর ফের সংশোধন করল। এসবিআই-এর এই সংশোধনর পর, অন্যান্য ব্যাঙ্কগুলিও ঋণ দেওয়ার সুদের হার বাড়াবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।
এমসিএলআর হল মেয়াদি ঋণদানের সুদের এক বেঞ্চমার্ক রেট। এর নিচে ঋণদাতারা ঋণ দিতে পারে না। বেশির ভাগ ব্যাঙ্কই এমসিএলআর-এর থেকে কম হারে ঋণ দেয় না। তবে, অনেক ব্যাঙ্কই এখন গৃহঋণ এবং ব্যক্তিগত ঋণের মতো মেয়াদী ঋণকেও এক্সটার্নাল বেঞ্চমার্ক ঋণের হারের সঙ্গে সংযুক্ত করেছে। এসবিআই-এর এদিনের পদক্ষেপের ফলে, এমসিএলআর থেকে ঋণ নেওয়া ঋণগ্রহীতাদের দেয় ইএমআই-এর পরিমাণ বাড়বে। তবে, যাদের ঋণ অন্যান্য বেঞ্চমার্কের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে এর কোনও প্রভাব পড়বে না। রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বরে ব্যক্তিগত ঋণগ্রহীতাদের ৪৫.১ শতাংশই যুক্ত ছিল এমসিএলআর-এর সঙ্গে। পাশাপাশি গৃহঋণের ৩৩.১ শতাংশ যুক্ত ছিল এমসিএলআর-এর সঙ্গে।