করোনার কামড়ে বাজারে বড় ধস, মুখ থুবড়ে পড়ল দুই সূচক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৯১২ জন। যার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

করোনার কামড়ে বাজারে বড় ধস, মুখ থুবড়ে পড়ল দুই সূচক
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 12, 2021 | 12:30 PM

মুম্বই: দেশে লাফিয়ে বাড়ছে করোনা (COVID) আক্রান্তের সংখ্যা। গত বছরের সব পরিসংখ্যান ছাপিয়ে রোজ দিন নতুন রেকর্ড গড়ছে মারণ ভাইরাস। বাড়তি সংক্রমণের মুখে করোনার কামড়ে শেয়ার বাজারে বড় ধস। একদিনেই সেনসেক্স (Sensex) পড়ল ১,১০০ পয়েন্ট, নিম্নমুখী নিফটিও (Nifty)। কোভিডের কবলেই শেয়ার বাজারের এহেন ছন্দপতন। করোনা ভ্যাকসিন (COVID Vaccine) অনুমোদিত হওয়ার পর দেশজুড়ে টিকাকরণে জোয়ার এসেছিল। যার ফলে চাঙ্গা হয়েছিল বাজার। নতুন মাত্রা পেয়েছিল দালাল স্ট্রিটের দুই সূচক। কিন্তু ফের করোনার কামড়ে মুখ থবুড়ে পড়ল সেনসেক্স-নিফটি।

সোমবার বাজার খুলতেই ৯টা ৪১ মিনিটে ১,১৯৪ পয়েন্ট পড়ে সেনসেক্স ধুঁকছিল ৪৮,৩৯৭ পয়েন্টে। ৩৭৭ পয়েন্ট পড়ে নিফটিও থিতু হয়েছিল ১৪,৪৫৭ পয়েন্টে। দুপুর ১২টা ৯ মিনিটেও হাল ফেরেনি সেনসেক্সের। প্রায় ৩.৫ শতাংশ কমে সেনসেক্স দাঁড়িয়েছিল ৪৭,৮০৮ পয়েন্টে। নিফটিও ৩.৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছিল ১৪.২৯১ পয়েন্টে। শেয়ার বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি করোনা সংক্রমণের ফলে বিনিয়োগকারীদের মনে বাসা বেঁধেছে ফের লকডাউনের ভয়। তাই মুখ থুবড়ে পড়ছে বাজার।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৯১২ জন। যার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। স্রেফ একদিনে প্রাণ হারিয়েছেন ৯০৪ জন। যার ফলে দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হয়েছে ১ লক্ষ ৭০ হাজার ১৭৯ জনের। দেশে সবচেয়ে বেশি করোনা বিধ্বস্ত মহারাষ্ট্র। ঠাকরে রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ২৯৪ জন। মৃত্যু হয়েছে ৩৪৯ জনের।

আরও পড়ুন: ক্রেডিট কার্ডে ভয়? এই বিশেষ সুবিধাগুলি জানলে আজই হাত বাড়াবেন কার্ডের দিকে