Share Market Crash: দালাল স্ট্রিটে ‘হাহাকার’, ট্রাম্পের পেনের ‘খোঁচায়’ ধুয়ে গেল কোন কোন স্টক?
Share Market Crash: এশিয়ার আরও বেশ কিছু দেশের শেয়ার বাজারেও দেখা গিয়েছে মহাপতন। এখনও অবধি আমেরিকার শেয়ার বাজার খোলেনি। তবে বিশেষজ্ঞদের ধারণা, নিউ ইয়র্কের মার্কেট খুললে, তা পতন থেকে বাঁচবে কি না সেই নিয়ে সন্দেহ রয়েছে।

কলকাতা: ট্রাম্পের পেনের খোঁচায় দশ মাস পিছিয়ে গেল ভারতের শেয়ার বাজারের সূচক সেনসেক্স। সোমবার সপ্তাহের প্রথম ট্রেডিং দিনেই দুপুর ১টা পর্যন্ত ৩ হাজার ২৫৬ পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্স। একই হাল নিফটি ৫০-এরও। একদিন প্রায় ১ বছর পিছিয়ে গিয়েছে এই সূচক। এদিন এক ধাক্কায় প্রায় হাজার পয়েন্টের অধিক পড়ে গিয়েছে নিফটি।
তবে এই রক্তবন্যা যে শুধুই ভারতীয় শেয়ার বাজারে হয়েছে এমনটা নয়। এশিয়ার আরও বেশ কিছু দেশের শেয়ার বাজারেও দেখা গিয়েছে মহাপতন। এখনও অবধি আমেরিকার শেয়ার বাজার খোলেনি। তবে বিশেষজ্ঞদের ধারণা, নিউ ইয়র্কের মার্কেট খুললে, তা পতন থেকে বাঁচবে কি না সেই নিয়ে সন্দেহ রয়েছে।
সোমবার ধাক্কা খেয়েছে কোন কোন শেয়ার?
এদিন ট্রাম্পের ‘খোঁচায়’ গলেছে লোহাও। টাটা স্টিল পড়েছে ৯ শতাংশ। জেএসডব্লিউ স্টিল পড়েছে ৭.৫ শতাংশ। মাথা ঝুঁকিয়েছে হিন্ডালকো, হিন্দুস্থান কপারের মতো শেয়ারগুলিও। এছাড়াও, একই হাল তথ্য প্রযুক্তি দফতরে। ট্রাম্পের খাঁড়া থেকে প্রাণ ওষ্ঠাগত হয়েছে তাদেরও।
সোমবার ৫.৯ শতাংশ গড়িয়ে গিয়েছে নিফটি আইটি ইনডেক্স। এছাড়াও, টিসিএস, ইনফোসিস, উইপ্রোর মতো একাধিক নামজাদা কোম্পানির শেয়ার পড়ে গিয়েছে ৩.৬ শতাংশ থেকে ৭.২ শতাংশ। বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছিলেন, ট্রাম্পের ‘শুল্কাঘাতে’ অনেকটাই ধাক্কা খাবে IT সেক্টর।
ব্যাঙ্কিং আর ফিনান্সের দিকে তো না তাকালেই নয়। এদিন নিফটি ফিনান্সিয়াল সার্ভিস ইনডেক্স পড়েছে ৪ শতাংশ। নিফটি ব্যাঙ্ক পড়েছে ৩.৬ শতাংশ। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক ও এক্সিস ব্যাঙ্ক পড়েছে ৩ থেকে ৫ শতাংশের মধ্যে।





