Freelance Earning Tips: ফ্রিলান্সে ঘরে বসে রোজগার করতে চান? রইল স্পেশাল কিছু টিপস
Freelance Earing Tips: বিভিন্ন স্টার্টআপ সংস্থাগুলিতে এখন ফ্রিলান্সার নিয়োগের প্রবণতা বাড়ছে। আজকের দিকে দেশে প্রায় দেড় কোটির আশপাশে মানুষ ফ্রিলান্স কাজ করেন।
নয়া দিল্লি: ফ্রিলান্স (Freelance) কাজের দিকে আজকের দিনে ঝোঁক বাড়ছে মানুষের। অনেকেই পছন্দ করেন কোনও একটি সংস্থার হয়ে কাজ না করে, ফ্রিলান্সে কাজ করার। বিশেষ করে ঘরে বসে টাকা রোজগার (Earing Tips) যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য ফ্রিলান্সের কাজ একটি ভাল অপশন। কারণ, এতে আপনাকে অফিসে গিয়ে ৮-৯ ঘণ্টা কাজ করার দরকার হয় না। আপনি নিজের সুবিধা মতো কাজের সময় বেছে নিতে পারেন ফ্রিলান্সে। আর আজকের দিনে ফ্রিলান্সের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংস্থাও ফ্রিলান্সার নিয়োগের দিকে এগোচ্ছে। বিশেষ করে বিভিন্ন স্টার্টআপ সংস্থাগুলিতে এখন ফ্রিলান্সার নিয়োগের প্রবণতা বাড়ছে। আজকের দিকে দেশে প্রায় দেড় কোটির আশপাশে মানুষ ফ্রিলান্স কাজ করেন।
আপনিও যদি ফ্রিলান্স কাজে আগ্রহী হন, তাহলে আপনার জন্য কিছু বিশেষ টিপস রইল এখানে। এই টিপসগুলি ফলো করলে, কোনও সমস্যা ছাড়াই আপনি ঘরে বসে নিজের সুবিধা অনুযায়ী সময়ে খুব সবজেই রোজগার করতে পারবেন।
ফ্রিলান্সে কাজ করতে গেলে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে
- প্রথমেই আপনাকে বেছে নিতে হবে আপনি কোন ক্ষেত্রে ভাল কাজ করতে পারেন। মনে রাখবেন, প্রতিটি সেক্টরেই ফ্রিলান্সারদের জন্য দরজা খোলা। শুধু আপনাকে বেছে নিতে হবে, কোন সেক্টর আপনার জন্য ঠিকঠাক।
- আজকের দিনে অনেক অনলাইন পোর্টাল রয়েছে, যারা ফ্রিলান্সারদের জন্য কাজের অপশন তুলে ধরে। কোন সংস্থা ফ্রিলান্সার নেবে, সেই সবের জন্য একটি মিটিং পয়েন্ট হিসেবে কাজ করে এই পোর্টালগুলি। প্রতিটি পোর্টালের নিজস্ব কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ী আপনি আপনার কাজের নমুনা হিসেবে একটি ভাল পোর্টফোলিও তৈরি করে কোনও একটি পোর্টালে নিজের নাম রেজিস্টার করতে পারেন।
- আপনাকে নজর দিতে হবে নিজের একটি আলাদা ব্র্যান্ড তৈরি করার উপর। ফ্রিলান্সাররা তাঁদের ওয়েবসাইট কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে ব্যবহার করে থাকেন, নিজেদের একটি আলাদা ব্র্যান্ড তৈরি করতে। নির্দিষ্ট সময় অন্তর সোশ্যাল প্লাটফর্মে আপনার কাজ শেয়ার করুন।
- যে কোনও ব্যবসা বা কাজের জন্য আপনাকে আপনার সংশ্লিষ্ট মহলের সঙ্গে ভাল যোগাযোগ রাখতেই হবে। আপনার নেটওয়ার্ক যত ভাল হবে, আপনার আয়ের পথও তত মসৃণ হবে। সর্বোপরি সবসময় নিজের দক্ষতাকে আরও বাড়ানোর চেষ্টা করুন।