SBI Fixed Deposit: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া সঞ্চয়ের ওপর সুদ বাড়াল! জেনে নিন কতটা লাভবান হবেন আপনি
State bank Of India: প্রথমসারির এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হারে ২০ বেসিস পয়েন্ট সুদ বাড়িয়েছে। ১৪ জুন মঙ্গলবার থেকে এই নয়া সুদের হার বলবৎ হবে।
কলকাতা: কয়েক সপ্তাহ আগেই রেপো রেট (Repo Rate) বৃদ্ধির কথা জানিয়েছিল ভারতের ব্যাঙ্ক নিয়ামক সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank Of India)। রেপো রেট বৃদ্ধির সঙ্গে সঙ্গে হোম লোন, কার লোনের মতো ঋণ গুলিতে সুদ বৃ্দ্ধি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়েছিল। এবার মধ্যবিত্তের জন্য সুখবর নিয়ে এল দেশের সর্ববৃহৎ সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India)। প্রথমসারির এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হারে ২০ বেসিস পয়েন্ট সুদ বাড়িয়েছে। ১৪ জুন মঙ্গলবার থেকে এই নয়া সুদের হার বলবৎ হবে। তবে ২ কোটি টাকা কমের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এই নতুন হারে সুদ মিলবে। ২০ বেসিস পয়েন্ট বৃদ্ধির অর্থ এখন থেকে ২১১ দিনের জন্য করা ফিক্সড ডিপোজিটে ৪.৪০ শতাংশের বদলে ৪.৬০ শতাংশ হারে সুদ মিলবে, স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট এমনটা বলছে। এসবিআই জানিয়েছে, নতুন ও পুরনো গ্রাহক উভয়েই এই নতুন হারে সুদের লাভ পাওয়ার যোগ্য। স্টেট ব্যাঙ্কের কর্মী ও প্রাক্তন কর্মীদের অতিরিক্ত ১ শতাংশ হারে সুদ মিলবে। প্রবীণ নাগরিকদেরও অতিরিক্ত সুদ মিলবে।
নতুন সুদের হার দেখে নেওয়া যাক…
- ৭ থেকে ৪৫ দিন: সাধারণ নাগরিক- ২.৯০% প্রবীণ নাগরিক- ৩.৪০%
- ৪৬ থেকে ১৭৯ দিন: সাধারণ নাগরিক- ৩.৯০% প্রবীণ নাগরিক- ৪.৪০%
- ১৮০ দিন থেকে ১ বছরের কম: সাধারণ নাগরিক- ৪.৬০% প্রবীণ নাগরিক- ৫.১০%
- ১ বছর থেকে ২ বছরের কম: সাধারণ নাগরিক- ৫.৩০% প্রবীণ নাগরিক- ৫.৮০%
- ২ বছর থেকে ৩ বছরের কম: সাধারণ নাগরিক- ৫.৩৫% প্রবীণ নাগরিক- ৫.৮৫%
- ৩ বছর থেকে ৫ বছরের কম: সাধারণ নাগরিক- ৫.৪৫% প্রবীণ নাগরিক- ৫.৯৫%
- ৫ বছর থেকে ১০ বছর: সাধারণ নাগরিক- ৫.৫০% প্রবীণ নাগরিক- ৬.৩০%