PF Account: PF অ্যাকাউন্ট আছে নিশ্চয়ই? চাকুরিজীবীদের এই বিষয়টি অবশ্যই জেনে রাখা দরকার, নাহলে…
PF Account: প্রতি মাসে বেতন থেকে একটা নির্দিষ্ট অঙ্ক কাটা হয় পিএফ অ্যাকাউন্টে (PF Account) জমা দেওয়ার জন্য। আপনি যে সংস্থায় কাজ করেন, তাদের তরফেও একই মূল্যের অর্থ দেওয়া হয়।
নয়া দিল্লি: শুধুমাত্র বর্তমানকে সুরক্ষিত রাখতে নয়, পাশাপাশি ভবিষ্যৎ জীবনও যাতে সুরক্ষিত থাকে, তার জন্যই চাকরি করি আমরা। চাকুরিজীবীদের সঞ্চয়ের অন্যতম ভরসাস্থল হল প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) বা পিএফ। প্রতি মাসে বেতন থেকে একটা নির্দিষ্ট অঙ্ক কাটা হয় পিএফ অ্যাকাউন্টে (PF Account) জমা দেওয়ার জন্য। আপনি যে সংস্থায় কাজ করেন, তাদের তরফেও একই মূল্যের অর্থ দেওয়া হয়। পিএফ অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, অনেকেই জানেন না সেই অ্যাকাউন্টের ব্যালেন্স কীভাবে দেখতে হয় বা টাকা কীভাবে তুলতে হয়। তবে চিন্তার কোনও কারণ নেই, কীভাবে সহজেই পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়, তা ধাপে ধাপে শিখে নিন-
অবসরের পর যেমন পিএফ অ্য়াকাউন্টের সম্পূর্ণ টাকা তুলে নেওয়া যায়, তেমনই আবার অবসরের আগেও পিএফ অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা তোলা সম্ভব।
কীভাবে টাকা তুলবেন- প্রথমেই ইউএএন (UAN)পোর্টাল- https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ – এ যেতে হবে।
এরপর নিজের ইউএএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
এবার অনলাইন সার্ভিস ট্যাবে ক্লিক করতে হবে এবং ক্লেম(ফর্ম-৩১,১৯ ও ১০সি) অপশনটি সিলেক্ট করতে হবে।
পরের পাতাটি খুলে গেলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি দিন এবং ভেরিফাই অপশনে ক্লিক করুন।
এবার প্রসিড ফর অনলাইন ক্লেম অপশনে ক্লিক করুন।
ওই ফর্মটি খুলে গেলে “আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর” ট্যাবে ক্লিক করুন।
এবার পিএফ অ্যাডভান্স (ফর্ম ৩১)-এ ক্লিক করুন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য। এবার কত টাকা তুলতে চান, সেই অঙ্কটি জানান এবং নিজের ঠিকানা দিন।
ফর্ম পূরণ হয়ে গেলে সার্টিফিকেট অপশনে ক্লিক করুন এবং অ্যাপ্লিকেশনটি জমা দিন।
আপনি যে সংস্থায় কর্মরত, সেখান থেকে পিএফের টাকা তোলার অনুমতি দিলে আনুমানিক ১৫ থেকে ২০ দিনের মধ্যে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা জমা পড়ে যাবে।