TATA-Bisleri: বিক্রি হয়ে যাচ্ছে বিসলেরি? ৭০০০ কোটি টাকায় কিনে নিতে পারে এই বড় সংস্থা
FMCG Product: সূত্রের খবর, ৭ হাজার কোটি টাকা দিয়ে বিসলেরি সংস্থাকে কিনে নিতে চলেছে টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড।
নয়া দিল্লি: আরও ব্যবসা বাড়াচ্ছে টাটা গ্রুপ(TATA Group)। এবার টাটা কনজিউমার প্রোডাক্ট কিনে নিতে চলেছে বিসলেরি ইন্টারন্যাশনাল (Bisleri International) সংস্থাকে। সূত্রের খবর, ৭ হাজার কোটি টাকা দিয়ে বিসলেরি সংস্থাকে কিনে নিতে চলেছে টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (TATA Consumer Products Limited)। প্যাকেটজাত জলের বিক্রেতা সংস্থার চেয়ারম্যান রমেশ চৌহান জানান, ৭ হাজার কোটি টাকা দিয়ে বিসলেরিকে কিনে নিতে চলেছে টাটা। যদিও টাটা বা বিসলেরি সংস্থার তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
টাটা গ্রুপের অধীনেই থাকা টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড বর্তমানে হিমালয়ান ব্রান্ড নামে প্যাকেটজাত জল বিক্রি করা হয়। টাটা কপার প্লাস ওয়াটার ও টাটা গ্লুকো-ও বিক্রি হয় টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের তরফে। এবার সেই ব্রান্ডের অধীনেই আসতে চলেছে বিসলেরিও।