Mutual fund monthly SIP: মিউচুয়াল ফান্ডে মাসিক SIP-তে নয়া রেকর্ড, আপনিও কি বিনিয়োগকারী?

Mutual fund monthly SIP: গত বছর অক্টোবরে মিউচুয়াল ফান্ডে মাসিক এসআইপি-র পরিমাণ ছিল ১৬ হাজার ৯২৮ কোটি টাকা। এবছর অক্টোবরের শেষে তা গিয়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৩২৩ কোটি টাকা। এক বছরে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা বেড়েছে। সেপ্টেম্বরেও ২৫ হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল মাসিক এসআইপি।

Mutual fund monthly SIP: মিউচুয়াল ফান্ডে মাসিক SIP-তে নয়া রেকর্ড, আপনিও কি বিনিয়োগকারী?
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Nov 13, 2024 | 10:29 AM

নয়াদিল্লি: মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে (SIP) বিনিয়োগ ক্রমশ বাড়ছে। এবার নতুন উচ্চতায় পৌঁছল মাসিক এসআইপি। গত অক্টোবরে মিউচুয়াল ফান্ডের মাসিক এসআইপি ২৫ হাজার কোটি টাকার গণ্ডি পার করল। প্রথমবার ছুঁল এই মাইলফলক। ক্ষুদ্র বিনিয়োগকারীর সংখ্যা বাড়ায় মাসিক এসআইপি-র পরিমাণ ২৫ হাজার কোটির গণ্ডি ছাড়িয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

মাসিক এসআইপি-তে প্রতি মাসের নির্দিষ্ট সময়ে একই পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন বিনিয়োগকারীরা। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে মিউচুয়াল ফান্ডের মাসিক এসআইপি-তে বিনিয়োগের প্রবণতা ক্রমশ বাড়ছে। তারই ফল দেখা যাচ্ছে এসআইপি-র উত্তরোত্তর বৃদ্ধিতে। গত বছর অক্টোবরে মিউচুয়াল ফান্ডে মাসিক এসআইপি-র পরিমাণ ছিল ১৬ হাজার ৯২৮ কোটি টাকা। এবছর অক্টোবরের শেষে তা গিয়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৩২৩ কোটি টাকা। এক বছরে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা বেড়েছে। সেপ্টেম্বরেও ২৫ হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল মাসিক এসআইপি। সেপ্টেম্বর মাসিক এসআইপি-র পরিমাণ ছিল ২৪ হাজার ৫০৯ কোটি টাকা।

অক্টোবরে মিউচুয়াল ফান্ড ফোলিওর সংখ্যা ছিল ২১ কোটি ৬৫ লক্ষ ২ হাজার ৮০৪। যা সর্বকালীন রেকর্ড। অক্টোবরে মোট এসআইপি অ্যাকাউন্ট নম্বরের সংখ্যা ছিল ১০ কোটি ১২ লক্ষ ৩৪ হাজার ২১২। সেপ্টেম্বরে সেই সংখ্যা ছিল ৯ কোটি ৮৭ লক্ষ ৪৪ হাজার ১৭১। অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার (এএমএফআই) চিফ এক্সিকিউটিভ ভেঙ্কট চালাসানি বলেন, “ভারতে মিউচুয়াল ফান্ডের ইতিহাসে নতুন উচ্চতা ছুঁয়েছে অক্টোবর মাস। ২০২১ সালের মার্চ থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সবসময় পজিটিভ রয়েছে। ভারতের বিনিয়োগকারীরা সুশৃঙ্খল বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন।”