Petrol-Diesel Price: জ্বালানির ‘জ্বালা’ শেষ, অম্বানীর এই সিদ্ধান্তে জলের দরে পাওয়া যাবে পেট্রোল-ডিজেল
Oil Export: কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বলা হয়েছিল, ভারতে নিষিদ্ধ নয়, এমন সমস্ত দেশ থেকে এবার অপরিশোধিত তেল আমদানি করা হবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি করা যাবে।
নয়া দিল্লি: আর দিন কয়েক বাদেই বাজেট (Budget)। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চলতি বছরে লোকসভা নির্বাচন থাকায় পূর্ণাঙ্গ নয়, অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে। বাজেট ঘিরে সাধারণ মানুষের হাজারো প্রত্য়শা থাকে। একদিকে যেমন কর ছাড়ের আশা করেন, তেমনই পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel Price) কমারও প্রত্যাশা থাকে। তবে সরকারের দিকে মুখিয়ে থাকতে হবে না, দেশের সবথেকে বড় শিল্পপতি মুকেশ অম্বানী এমন এক কাজ করতে চলেছেন, যাতে আগামী তিন বছরের মধ্যেই সস্তায় পেট্রোল-ডিজেল (Petrol-Diesel) পাবেন। কী সেই কাজ জানেন?
গত ডিসেম্বর মাসে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরেই, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বলা হয়েছিল, ভারতে নিষিদ্ধ নয়, এমন সমস্ত দেশ থেকে এবার অপরিশোধিত তেল আমদানি করা হবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি করা যাবে। ২০১৯ সালেই ভেনেজুয়েলার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহার করা হয়েছিল।
গত ডিসেম্বরেই মুকেশ অম্বানীর সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি করা হবে।সেই সময়ই তিনটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কার বুক করেছিল, যার ডেলিভারি ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে শুরু হবে। এর আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ছাড়াও, নায়ারা এনার্জি লিমিটেড নিয়মিত ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি করত। তবে এবার ভেনেজুয়েলা থেকে সরকারি তেল কোম্পানিগুলোরও অপরিশোধিত তেল কেনার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচনের আগেও দেশে পেট্রোল-ডিজেলের দাম কমতে পারে।
এতদিন ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করত। রাশিয়া ভারতকে ব্যারেল প্রতি ২ ডলার করে ছাড় দেয়। ভারত ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি শুরু করলে ব্যারেল প্রতি ৮ থেকে ১০ ডলার ছাড় পাওয়া যাবে। স্বাভাবিকভাবেই ভারতীয় বাজারে তেলের দাম কমবে।