Union Budget 2024: ভোটমুখী বাজেটে এবার কি সবার জন্য আয়ুষ্মান! বড় চমকের আশায় মধ্যবিত্তরা
Union Budget: এ বছর লোকসভা ভোটও রয়েছে। ফলে, এবারের বাজেট কোনও পূর্ণাঙ্গ বাজেট নয়। অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার উপর লোকসভা ভোটের কথাও মাথায় রেখে নির্বাচনমুখী এক বাজেট পেশ হতে পারে বলেও মনে করা হচ্ছে। সেক্ষেত্রে সাধারণ ভোটারদের মন জিততে বড় কোনও ঘোষণাও আসতে পারে।
নয়াদিল্লি: সরকারি হাসপাতালগুলিতে রোগীদের লম্বা লাইন। এটাই নিত্যদিনের ছবি। কেউ আসেন ডাক্তার দেখাতে। তো আবার কেউ অস্ত্রোপচার করাতে। সেই লম্বা লাইনে অপেক্ষা করতে বয় রাধেশ্যামকেও। শরীর অত্যন্ত খারাপ। ডাক্তার বলেছে, বাইপাস করাতে হবে। কিন্তু বাইরে থেকে করাতে গেলে তো সে বিরাট খরচ। এত সামর্থ্য নেই রাধেশ্যাম বা তাঁর পরিবারের। অতঃপর পরিষেবা পাওয়ার আশায় লম্বা লাইনে অপেক্ষাই করে যেতে হয় রাধেশ্যামের। অপারেশনের জন্য যে তাঁর আগে থেকেই অনেকের লাইন রয়েছে। তাঁদের পর রাধেশ্যামের পালা। আর এদিকে অস্ত্রোপচারের অপেক্ষা করতে করতে শরীর যেন আরও ভেঙে পড়ছে তাঁর।
এই অবস্থা শুধু রাধেশ্যামের একার নয়, দেশের আরও লাখ লাখ মানুষ এই সমস্যার ভুক্তভোগী। তাঁরা এতটাও গরিব নন যে আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পাবেন। আবার এতটাও পুঁজির জোর নেই যে বেসরকারি হাসপাতালের খরচের ভার বইতে পারবেন। তাই রাধেশ্যামের মতো লাখ লাখ মানুষের ভরসা সেই সরকারি হাসপাতালই। সামনেই কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। সেখানে কি রাধেশ্যাম বা তাঁর মতো মানুষজনদের জন্য কোনও আশার আলো দেখা যাবে?
এ বছর লোকসভা ভোটও রয়েছে। ফলে, এবারের বাজেট কোনও পূর্ণাঙ্গ বাজেট নয়। অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার উপর লোকসভা ভোটের কথাও মাথায় রেখে নির্বাচনমুখী এক বাজেট পেশ হতে পারে বলেও মনে করা হচ্ছে। সেক্ষেত্রে সাধারণ ভোটারদের মন জিততে বড় কোনও ঘোষণাও আসতে পারে। সেই আশাতেই আপাতত বুক বাঁধছেন রাধেশ্যামরা। তাঁরা চাইছেন, যাতে আয়ুষ্মান প্রকল্পের উপর থেকে আয়ের সীমা তুলে নেওয়া হয়। যাতে সকলেই এই প্রকল্পের সুবিধা পান। এতে রাধেশ্যামদের মতো মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের চিকিৎসা সংক্রান্ত উদ্বেগ অনেকটা কাটতে পারে। এখানে উল্লেখ করে রাখা প্রয়োজন, বর্তমানে দেশের প্রায় ১০ কোটিরও বেশি গরিব পরিবার আয়ুষ্মান স্কিমের সুবিধা পান।
এছাড়া আয়ুষ্মান প্রকল্পের সঙ্গে আরও বেশি হাসপাতালকে যুক্ত করা হোক, সেটাও চাইছেন দেশের মধ্যবিত্ত আমজনতা। যাতে দেশের যে কোনও প্রান্ত থেকে তাঁরা চিকিৎসা করাতে পারেন এই প্রকল্পের আওতায়। অনেকেই আছেন যাঁদের আয়ুষ্মান কার্ড রয়েছে, কিন্তু তাঁরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। কারণ, হাসপাতালগুলি অনেকক্ষেত্রে এই প্রকল্পের সঙ্গে যুক্ত নয়। যেমন পশ্চিমবঙ্গ, ওড়িশা ও দিল্লিতে এই প্রকল্প বাস্তবিক ক্ষেত্রে চালু নেই।
এসবের পাশাপাশি বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে খরচ যেভাবে বাড়ছে, তার সঙ্গে তাল মিলিয়ে আয়ুষ্মান স্কিমের বিমা কভারও বাড়ানোর আশায় বুক বাঁধছেন উপভোক্তারা। বর্তমানে বিমার কভার পাওয়া যায় ৫ লাখ টাকা। সেটি বাড়িয়ে ১০ বা ১৫ লাখ করার হোক, চাইছেন উপভোক্তারা। এছাড়া গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো, আরও বাড়ানো হোক, সেটাও চাইছেন রাধেশ্যামের মতো মধ্যবিত্ত শ্রেণির মানুষরা।