Indian Wedding: বিয়ের মরসুমে দেশে কত লক্ষ কোটি টাকার ব্যবসা হবে জানেন?
এই যে হিসাব করা হয়েছে, তাতে সব বিয়ের আসরে সমান খরচ ধরা হয়নি। কারণ বিভিন্ন আর্থসামাজিক অবস্থার লোকেদের বিয়ে হবে। তাই সব বিয়েতে সমান খরচ হওয়া সম্ভব নয়। তাই বিয়ের খরচকে বিভিন্ন ভাগে ভাগ করে এই হিসাব করা হয়েছে। গত বছর বিয়ের এই মরসুমে ৩২ লক্ষ বিয়ের আসর বসেছিল। এ সময় আনুমানিক ব্যবসা হয়েছিল ৩.৭৫ লক্ষ কোটি টাকার। কিন্তু এ বছর বিয়ের সংখ্যা বাড়বে বলে উঠে এসেছে সমীক্ষায়।
নয়াদিল্লি: বিয়ের মরসুম ২৩ নভেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে। বিয়ে মানেই কেনাকাটা, খাওয়া-দাওয়ার বিপুল ব্যবস্থা। তাই বিয়ের মরসুমে বিভিন্ন বিষয়েই বড় অঙ্কের ব্যবসা হয়। শিল্প সংক্রান্ত সংস্থা কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) আন্দাজ করছে, এই বিয়ের মরসুমে কত টাকা ব্যবসা হতে পারে দেশে। তারা জানিয়েছে, এ বছর দেশে ৪.৭৪ লক্ষ কোটি টাকার ব্যবসা হবে দেশে। ধরে নেওয়া হয়েছে এ বছর ৩৮ লক্ষ বিয়ের আসর বসবে। এই সংখ্যার ভিত্তিতেই ব্যবসার হিসাব করা হয়েছে।
গত বছর বিয়ের এই মরসুমে ৩২ লক্ষ বিয়ের আসর বসেছিল। এ সময় আনুমানিক ব্যবসা হয়েছিল ৩.৭৫ লক্ষ কোটি টাকার। কিন্তু এ বছর বিয়ের সংখ্যা বাড়বে বলে উঠে এসেছে সমীক্ষায়। ওই সংস্থা মনে করছে, দিল্লিতেই এ মরসুমে ৪ লক্ষ বিয়ের আসর বসবে। যা থেকেই ১.২৫ লক্ষ কোটি টাকার ব্যবসা হবে। দেশের ৩০টি শহরে থাকা সিএআইটি-র শাখার সঙ্গে কথা বলে এই সমীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে।
তবে এই যে হিসাব করা হয়েছে, তাতে সব বিয়ের আসরে সমান খরচ ধরা হয়নি। কারণ বিভিন্ন আর্থসামাজিক অবস্থার লোকেদের বিয়ে হবে। তাই সব বিয়েতে সমান খরচ হওয়া সম্ভব নয়। সিএআইটি যে হিসাব করেছে, তাতে ৭ লক্ষ বিয়ের খরচ ধরা হয়েছে ৩ লক্ষ টাকা করে। ৮ লক্ষ বিয়ের খরচ ধরা হয়েছে ৬ লক্ষ টাকা করে। ১০ লক্ষ বিয়ের খরচ ধরা হয়েছে ১০ লক্ষ টাকা করে, ৭ লক্ষ বিয়ের খরচ ধরা হয়েছে ১৫ লক্ষ টাকা করে, ৫ লক্ষ বিয়ের খরচ ধরা হয়েছে ২৫ লক্ষ টাকা করে, ৫০ হাজার বিয়ের খরচ ধরা হয়েছে ৫০ লক্ষ টাকা করে এবং ৫০ হাজার বিয়ের খরচ ধরা হয়েছে ১ কোটি বা তার বেশি অঙ্কের। এই খরচের হিসাবের মধ্যে যেমন জিনিস কেনা আছে, তেমনই বিভিন্ন পরিষেবার খরচও ধরা হয়েছে।