Aadhaar Card Update: বিনামূল্যে ঘরে বসে আধার কার্ড আপডেট করতে চান? জেনে নিন পদ্ধতি
Aadhaar Card Update: অনলাইনে ঘরে বসেই করতে পারবেন আধার কার্ড আপডেট। এর জন্য বাড়তি সুবিধাও পাবেন আধার কার্ড হোল্ডাররা। আধার কার্ড আপডেটের জন্য ৫০ টাকা করে দিতে হত। সীমিত সময়ের জন্য বিনামূল্যে আধার আপডেটের সুযোগ দিচ্ছে UIDAI ।
বর্তমানে দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ অপরিহার্য নথি হয়ে উঠেছে আধার কার্ড। ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা হোক বা হোটেল রুমে চেক ইন আধার কার্ড লাগবেই। আর এই আধার কার্ড সবসময় আপডেটেড থাকা বাধ্যতামূলক। ফোন নম্বর বা বাড়ির ঠিকানা বদল হলে তা আধার কার্ডে আপডেট করে নেওয়া উচিত। অনলাইনে ঘরে বসেই আধার কার্ড সম্ভব। শুধু তাই নয়। এর জন্য কোনও অতিরিক্ত চার্জও দিতে হবে না কার্ড হোল্ডারদের। কীভাবে করবেন বিনামূল্যে আধার আপডেট? এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।
বিনামূল্যে নিজের আধার কার্ড আপডেট করতে চাইলে আপনি কোনও টাকা খরচ না করেই ঘরে বসে কয়েকটি সহজ উপায়েই আপনার আধার আপডেট করতে পারেন। এর জন্য কার্ড হোল্ডারদের এই ঠাটাপোড়া রোদের মধ্যে কোথাও যেতেও হবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) আধার কার্ড আপডেটের জন্য কার্ড হোল্ডারদের থেকে ৫০ টাকা ফি নেয়। তবে কার্ড হোল্ডারদের জন্য UIDAI একটি বিশেষ অফার নিয়ে এসেছে। এই অফারের অধীনে আধার কার্ড হোল্ডাররা বিনামূল্যে তাঁদের আধার আপডেট করতে পারবেন। তবে সীমিত সময়ের জন্যই এই আধার কার্ড প্রযোজ্য। ১৫ মার্চ থেকে শুরু হয়েছে অফার। চলবে ১৪ জুন পর্যন্ত। তাই অনেকদিন ধরে বাকি থাকা আধার আপডেটের কাজ এই সময়ের মধ্যেই সেড়ে ফেলুন। লাগবে না কোনও চার্জ। তবে এই অফার শুধুমাত্র অনলাইন আপডেটের ক্ষেত্রেই প্রযোজ্য। আধার কেন্দ্রে গিয়ে নথি আপডেটের ক্ষেত্রে এখনও ৫০ টাকা দিতে হচ্ছে। বরং My Aadhaar-এ গিয়ে বিনামূল্যে ঘরে বসে করে ফেলুন আধার আপডেট।
বিনামূল্য আধার আপডেট করার পদ্ধতি:
- প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- এর পর, ‘My Aadhaar’ মেনুতে গিয়ে ‘Update Your Aadhaar’ অপশনে যান।
- সেখানে নিজের আধার নম্বর দিয়ে লগ ইন করুন।
- তারপর নথি আপডেটে ক্লিক করুন। সেখানে বর্তমানের সব বিবরণ দেখাবে।
- সেখানে সব তথ্য মিলিয়ে দেখে নিন।
- সব বিবরণ ঠিক থাকলে হাইপার লিঙ্কে ক্লিক করুন।
- পরের পেজে পরিচয়ের প্রমাণপত্র ও ঠিকানার প্রামাণ্য নথি নির্বাচন করুন।
- সেই সমস্ত তথ্যের নথি আপলোড করুন।
- অনুমোদিত হলেই আপডেটেড পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে।