US Inflation: গত চার দশকে সর্বোচ্চ,আমেরিকায় ফের বাড়ল মূল্যবৃদ্ধি

US Inflation: আমেরিকায় সেপ্টেম্বরে বেড়েছে মূল্যবৃদ্ধির হার। তবে বার্ষিক মূল্যবৃদ্ধির হার কমে হয়েছে ৮.২ শতাংশ।

US Inflation: গত চার দশকে সর্বোচ্চ,আমেরিকায় ফের বাড়ল মূল্যবৃদ্ধি
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2022 | 8:19 PM

কোভিড মহামারিতে থমকে গিয়েছিল গোটা বিশ্ব। বিশ্বজোড়া অর্থনীতিতে পড়েছিল মহামারির প্রভাব। মহামারি কাটিয়ে সব ক্ষেত্রই ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে। তবে মহামারির প্রভাব কাটিয়ে এখনও পুনরুদ্ধার হয়নি অর্থনৈতিক ক্ষেত্র। বিশ্বের তাবড় তাবড় অর্থনীতি এখনও খাবি খাচ্ছে তল পেতে। ভারতের পাশাপাশি আমেরিকাতেও সেপ্টেম্বর মাসে বেড়েছে মূল্যবৃদ্ধির হার। বৃহস্পতিবারে প্রকাশিত নথি অনুযায়ী সেপ্টেম্বরে আমেরিকায় দাম বেড়েছে ০.৪ শতাংশ। অগাস্টে যা ছিল ০.২ শতাংশ। গত ৪০ বছরে সর্বোচ্চ রয়েছে মূল্যবৃদ্ধি।

তবে আজ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মূল্যবৃদ্ধির বার্ষিক হার কমেছে ০.১ শতাংশ কমেছে। বার্ষিক মূল্যবৃদ্ধির হার ৮.৩ শতাংশ থেকে কমে হয়েছে ৮.২ শতাংশ। আমেরিকায় অগাস্ট মাসের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে কনসিউমার প্রাইস ইন্ডেক্স (Consumer Price Index)। এদিকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়ে থাকে। এবারের মূল্যবৃদ্ধির পরিসংখ্যান প্রকাশের পর মনে করা হচ্ছে ফের একবার বাড়তে পারে সুদের হার।

এদিকে গত মাসের শেষের দিকেই সুদের হার বাড়িয়েছিল ফেডারেল রিজার্ভ। গত বছর জানুয়ারি মাসে সুদের হার ছিল ০.০৮ শতাংশ। জানুয়ারি থেকে বাড়তে বাড়তে ৩.০৮ শতাংশ ছুঁয়েছে সুদের হার। এর পরও ফেডারেল রিজার্ভ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আরও সুদের হার বাড়ালে তা অর্থনীতির জন্য ভাল হবে না বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।