লোকসানের ভার আরও বাড়ল ভোডাফোনের, তিন মাসে সাত হাজার কোটি

ব্যবহারের পরিমানও কমেছে। কমেছে গ্রাহক পিছু রোজগার।

লোকসানের ভার আরও বাড়ল ভোডাফোনের, তিন মাসে সাত হাজার কোটি
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2021 | 3:53 PM

নয়া দিল্লি: আরও বাড়ল ভোডাফোনের লোকসানের পরিমাণ। এপ্রিল থেকে জুনের ত্রৈমাসিকে এই টেলিকম সংস্থার লোকসান হয়েছে ৭,৩১৯ কোটি টাকা। বিশ্লেষকরা অনুমান করেছিলেন ৬,৩৮৭ কোটি টাকা ক্ষতি হতে পারে ভোডাফোনের। কিন্তু বাস্তবে যে রিপোর্ট এসেছ তাতে দেখা যাচ্ছে, এর আগে মার্চ পর্যন্ত ত্রৈমাসিকে ভোডাফোনের ক্ষতি হয়েছিল ৭,০২৩ কোটি টাকা।

অন্যদিকে রেভিনিউ বা আয়ও ক্রমশ কমছে এই সংস্থার। বিশ্লেষকদের ধারণা ছিল এপ্রিল থেকে জুনের ত্রৈমাসিকে ভোডাফোনের ঘরে রেভিনিউ আসবে ৯,৫৯২ কোটি টাকা। কিন্তু হিসেব সামনে আসতে দেখা গেল আয় হয়েছে ৯,১৫২ কোটি টাকা, যা প্রত্যাশার তুলনায় অনেকটাই কম। তবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ত্রৈমাসিকে আয় একধাক্কায় ১২ শতাংশ কমে গিয়েছিল, এ বার তার থেকে কিছুটা বেড়েছে।

প্রত্যেক গ্রাহক পিছু আয়ও বিগত ত্রৈমাসিকের তুলনায় খানিকটা কমেছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ত্রৈমাসিকে গ্রাহক পিছু আয় হয়েছিল ১০৭ কোটি টাকা। সেখানে এপ্রিল থেকে জুনের ত্রৈমাসিকে গ্রাহক পিছু আয় হয়েছে ১০৪ কোটি টাকা। একই ভাবে কমেছে মিনিটের হিসেবে ব্যবহারের সময়। ভয়েস কলের ক্ষেত্রে গ্রাহক পিছু গত ত্রৈমাসিকে ব্যবহৃত হয়েছিল ৬৫৭ মিনিট। আর এ বার প্রতি গ্রাহক গড়ে ভোডাফোন ব্যবহার করেছেন ৬৪১ মিনিট।

এই প্রসঙ্গে ভোডাফোনের এমডি তথা সিইও রবীন্দ্র টক্কর জানিয়েছেন, করোনার দ্বিতীয় ওয়েভের জেরে ব্যবসায়িক কাজকর্ম ধাক্কা খেয়েছে আর তারই প্রভাব পড়েছে টেলিকম সংস্থায়। কী ভাবে সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।

এ দিকে, ঋণের ভারে জর্জরিত এই সংস্থা কার্যত খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, তাতে আশঙ্কা করা হচ্ছে যে কোনোরকম আর্থিক সাহায্য না পেলে দেউলিয়া হয়ে যেতে পারে ভোডাফোন। আর যদি ভোডাফোন কোনও কারণে ডুবে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে সংস্থার গ্রাহকরা, সংস্থার বহু কর্মী ও ভারতের টেলিকমের বাজার। এরই মধ্যে ভোডাফোন-আইডিয়া বোর্ডের নন এক্সিকিউটিভ ডিরেক্টর ও চেয়ারম্যানের পদ থেকে কয়েক দিন আগেই ইস্তফা দিয়েছেন কুমার মঙ্গলম বিড়লা। গত ৪ আগস্ট ইস্তফা দেন তিনি। আর সেই খবর প্রকাশে আসতেই ধস নামতে শুরু করেছে সংস্থায়। এক ধাক্কায় পতন হয় ভোডাফোন আইডিয়া শেয়ার। আরও পড়ুন: দলে দলে Amazon ‘প্রাইম মেম্বারশিপ’ ছাড়ছেন গ্রাহকরা, কী এমন ঘটল?