Zomato-Swiggy-তে আর অতিরিক্ত খরচ করতে হবে না, আরও সস্তায় খাবার দিতে হাজির ONDC

ONDC Service: একাধিক গ্রাহকরা জ্যোমাটো, সুইগিতে খাবারের অর্ডারের সঙ্গে ওএনডিসি অ্যাপে খাবারের অর্ডারে দামের ফারাক তুলে স্ক্রিনশট পোস্ট করেছেন। তাতে দেখা গিয়েছে, জ্যোমাটো বা সুইগিতে যে খাবার অর্ডার করতে গেলে ডেলিভারি চার্জ মিলিয়ে ৩০০ থেকে ৪০০ টাকা খরচ হচ্ছে, সেই খাবারই ওএনডিসির মাধ্য়মে একই রেস্তোরাঁ থেকে অর্ডার করলে ১০০ থেকে ২০০ টাকা সাশ্রয় হচ্ছে। 

Zomato-Swiggy-তে আর অতিরিক্ত খরচ করতে হবে না, আরও সস্তায় খাবার দিতে হাজির ONDC
গ্রাফিক্স: অভিজিৎ বিশ্বাস।
Follow Us:
| Edited By: | Updated on: May 08, 2023 | 1:54 PM

নয়া দিল্লি: হঠাৎ বাড়িতে অতিথি এসে পড়েছে বা সারাদিনের খাটাখাটনির পর আর রান্না করার শক্তি নেই? বাড়িতে বসেই গরম খাবার পাওয়ার ক্ষেত্রে জ্যোমাটো(Zomato), সুইগি(Swiggy)-র মতো অনলাইন খাবার ডেলিভারি অ্যাপ্লিকেশনগুলির উপরেই ভরসা রাখেন সবাই। বাটার চিকেন থেকে শুরু করে খিচুড়ি, কেক থেকে শুরু করে পায়েস, যা চাইবেন, তাই পাওয়া যায় এই অনলাইন ডেলিভারি অ্যাপ্লিকেশনগুলিতে।  কিন্তু সম্প্রতিই একাধিক গ্রাহক অভিযোগ করেন, জ্যোমাটোই হোক বা তার প্রতিদ্বন্দ্বী সুইগি, দুই অ্য়াপ্লিকেশনই অতিরিক্ত পরিমাণ কর নিচ্ছে খাবার ডেলিভারির জন্য। এবার জ্যোমাটো-সুইগিকে কড়া প্রতিযোগিতা দিতে হাজির হল আরও একটি অ্যাপ্লিকেশন। ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (Open Network For Digital Commerce) বা ওএনডিসি-র নামই এখন সকলের মুখে ঘুরছে। কেন্দ্রীয় সরকারের সাহায্যপ্রাপ্ত এই অ্য়াপে অন্যান্য খাবার ডেলিভারি অ্যাপের তুলনায় অনেক কম দামে খাবার পাওয়া যাচ্ছে। কারণ এখানে গ্রাহকেরা সরাসরি নিজের পছন্দমতো রেস্তোরাঁ থেকে অনলাইনে খাবার অর্ডার করতে পারবেন। মাঝে কোনও থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ না থাকায় অতিরিক্ত কর দিতে হচ্ছে না। ফলে খাবারের দাম তুলনামূলকভাবে অনেক সস্তা পড়ছে।

২০২২ সালেই কেন্দ্রের তরফে এই অ্যাপ্লিকেশন আনা হলেও, সম্প্রতিই তা জনপ্রিয়তা অর্জন করে। গত ২৯ এপ্রিল থেকে এখনও অবধি ১০ হাজার মানুষ ওএনডিসি অ্যাপ থেকে অর্ডার করেছেন। বর্তমানে দেশের ২৪০টি শহরে পাওয়া যাচ্ছে ওএনডিসির পরিষেবা। এরমধ্য়ে ৮টি শহরের ৭০ শতাংশ পিন নম্বরেই তিনজনের বেশি সেলার বা বিক্রেতা থাকছে।

জানা গিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে বেটা টেস্টিংয়ের মাধ্য়মে এই অ্যাপ সাধারণ মানুষের জন্য উপলব্ধ হলেও, সম্প্রতিই তা জনপ্রিয়তা অর্জন করেছে। একাধিক গ্রাহকরা জ্যোমাটো, সুইগিতে খাবারের অর্ডারের সঙ্গে ওএনডিসি অ্যাপে খাবারের অর্ডারে দামের ফারাক তুলে স্ক্রিনশট পোস্ট করেছেন। তাতে দেখা গিয়েছে, জ্যোমাটো বা সুইগিতে যে খাবার অর্ডার করতে গেলে ডেলিভারি চার্জ মিলিয়ে ৩০০ থেকে ৪০০ টাকা খরচ হচ্ছে, সেই খাবারই ওএনডিসির মাধ্য়মে একই রেস্তোরাঁ থেকে অর্ডার করলে ১০০ থেকে ২০০ টাকা সাশ্রয় হচ্ছে।

ONDC কী?

কেন্দ্রীয় সরকারের তরফে ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স বা ওএনডিসি অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপে সরাসরি রেস্তোরাঁগুলি গ্রাহকদের কাছে খাবার বিক্রি করতে পারবে। এরজন্য থার্ড পার্টি অ্যাপ হিসাবে অতিরিক্ত কর দিতে হবে না। এই অ্যাপের আরও একটি সুবিধা হল, এতে শুধুমাত্র রেস্তোরাঁ থেকে খাবার ডেলিভারিই নয়, একইসঙ্গে মুদি সামগ্রী, ঘর সাজানোর জিনিসপত্র, সাজসজ্জা, ইলেকট্রনিক পণ্যও পাওয়া যাবে। অর্থাৎ এক অ্য়াপের মাধ্যমেই আপনি জ্যোমাটো-সুইগির পরিষেবার পাশাপাশি ব্লিনকিট ও জ়েপ্টো অ্যাপেরও পরিষেবা পাবেন। প্রায় ৩৫ হাজারেরও বেশি বিক্রেতা এই অ্যাপে পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে। পেটিএমের মাধ্যমে এই অ্যাপ থেকে অনলাইনে অর্ডার করা যাচ্ছে।