PAN-Aadhar Linking: আধারের সঙ্গে লিঙ্ক না করায় নিষ্ক্রিয় হয়ে গিয়েছে প্যান? এবার কী করবেন?
PAN-Aadhaar linking: ৩০ জুনের মধ্যে যাঁরা এই দুই কার্ড লিঙ্ক করেননি, তাদের প্যান নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। যে যে পরিষেবা পেতে বাধ্যতামূলকভাবে প্যানকার্ড লাগে, সেগুলি আর তাঁরা পাবেন না।
নয়া দিল্লি: আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার সময়সীমা শেষ। আগের কয়েকবারের মতো সরকার আর সময়সীমা বাড়ায়নি। ফলে ৩০ জুনের মধ্যে যাঁরা এই দুই কার্ড লিঙ্ক করেননি, তাদের প্যান নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। যে যে পরিষেবা পেতে বাধ্যতামূলকভাবে প্যানকার্ড লাগে, সেগুলি আর তাঁরা পাবেন না। এখনও যাঁরা আয়কর রিটার্ন দাখিল করেননি, তারা প্যান আধারের সঙ্গে সংযুক্ত করার পরই তা করতে পারবেন। এই অবস্থায়, কীভাবে ফের প্যানকে সক্রিয় করবেন?
২৮ মার্চ, সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০০০ টাকা জরিমানা দেওয়ার ৩০ দিন পর ফের প্যান সক্রিয় করা যাবে। অর্থাৎ, আপনাকে প্রথমে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। প্যান ফের সক্রিয় করতে, প্যান-আধার লিঙ্ক করার তারিখ থেকে ৩০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কীভাবে দেবেন জরিমানা?
আয়কর ই-ফাইলিং ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন।
‘Link PAN with Aadhaar’-এ ক্লিক করুন৷
সমস্ত প্রয়োজনীয় বিবরণ দিন।
ই-পে ট্যাক্সের মাধ্যমে পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
‘PAN/TAN’ এবং ‘Confirm PAN/TAN’ কলমে প্যান নম্বর, মোবাইল নম্বর দিন।
‘Proceed’-এ ক্লিক করুন এবং মূল্যায়নের বছর হিসাবে ২০২৩-২৪ বেছে নিন এবং পেমেন্টের ধরন হিসেবে বেছে নিন ‘others’।
এই বিকল্পে অর্থ প্রদানের পরিমাণ আগে থেকেই দেওয়া থাকে। ‘Proceed’-এ ক্লিক করুন এবং জরিমানার টাকা জমা দিন।