Cognizant-এ যোগ দিতেই প্রাক্তন কর্তার বিরুদ্ধে মামলা Wipro-র

Lawsuit: বেঙ্গালুরুর সিভিল কোর্টে উইপ্রো তাঁর প্রাক্তন সিএফও যতীন দালালোর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তবে মামলার বিষয়বস্তু কী, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, সংস্থা বদল করে প্রতিযোগী সংস্থায় যোগ দেওয়ার কারণেই যতীন দালালের বিরুদ্ধে মামলা করেছে উইপ্রো।  ৩ জানুয়ারি শুনানি শুরু হবে।

Cognizant-এ যোগ দিতেই প্রাক্তন কর্তার বিরুদ্ধে মামলা Wipro-র
যতীন দালাল।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2023 | 12:03 PM

নয়া দিল্লি: এক সংস্থা ছেড়ে অন্য প্রতিযোগী সংস্থায় যোগদান-কর্পোরেট জগতে এটি অতি সাধারণ ঘটনা। কিন্তু এই চাকরি বদল নিয়েই আদালতের দ্বারস্থ হল দেশের অন্যতম তথ্য প্রযুক্তি সংস্থা। উইপ্রো তার প্রাক্তন চিফ ফিন্যান্সিয়াল অফিসার যতীন দালালের (Jatin Dalal) বিরুদ্ধে মামলা করল। সম্প্রতিই উইপ্রো ছেড়ে প্রতিযোগী সংস্থা কগনিজেন্টে (Cognizant) যোগ দেন যতীন দালাল। এরপরই উইপ্রো (WIPRO) থেকে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পাল্টা জবাবে যতীন দালালও মধ্যস্থতার জন্য় আদালতে আবেদন জানিয়েছেন। আগামী ৩ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

জানা গিয়েছে, বেঙ্গালুরুর সিভিল কোর্টে উইপ্রো তাঁর প্রাক্তন সিএফও যতীন দালালোর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তবে মামলার বিষয়বস্তু কী, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, সংস্থা বদল করে প্রতিযোগী সংস্থায় যোগ দেওয়ার কারণেই যতীন দালালের বিরুদ্ধে মামলা করেছে উইপ্রো।  ৩ জানুয়ারি শুনানি শুরু হবে। ওই দিনই আদালত জানাতে পারে যে সমঝোতার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়া হবে নাকি আদালতেই শুনানি হবে।

২০০২ সালে উইপ্রোয় যোগ দিয়েছিলেন যতীন দালাল। ২০১৫ সালে তাঁকে সংস্থার চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসাবে ঘোষণা করা হয়। চলতি বছরে তিনি সংস্থা থেকে ইস্তফা দেন। ৩০ নভেম্বর তাঁর উইপ্রোয় কাজের শেষ দিন ছিল। তাঁর জায়গা. নতুন সিএফও হন অপর্ণা আইয়ার।

উইপ্রো ছাড়ার এক সপ্তাহের মধ্যেই কগনিজেন্ট যতীন দালালকে সংস্থার সিএফও হিসাবে ঘোষণা করে। ডিসেম্বরের শুরুতেই দালাল আর্বিট্রেশন অ্যান্ড কনসিলিয়েশন অ্যাক্ট ১৯৯৬-র ৮ নম্বর ধারার অধীনে আবেদন দায়ের করেন।

এর আগে, উইপ্রো তাঁর প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেলথকেয়ার অ্যান্ড মেডিক্য়াল ডিভাইস ফর আমেরিকার প্রধান মহম্মদ হকের বিরুদ্ধেও মামলা দায়ের করে। হকের বিরুদ্ধেও কগনিজেন্টে যোগ দেওয়ার অভিযোগ আনা হয়। উইপ্রোর অভিযোগ, কগনিজেন্টে যোগ দিয়ে হক ব্যক্তিগত ইমেইল থেকে গোপনীয় তথ্য ফাঁস করে দিয়েছে। চুক্তি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছে উইপ্রো।