Bank Account: ডেবিট কার্ডে টাকা তোলার আগে সাবধান, অ্যাকাউন্ট খালি নয় তো?

Bank Account: পিএনবি ডেবিট কার্ড ও প্রিপেড কার্ডের ক্ষেত্রেও খরচ বাড়াতে চলেছে।

Bank Account: ডেবিট কার্ডে টাকা তোলার আগে সাবধান, অ্যাকাউন্ট খালি নয় তো?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 01, 2023 | 7:56 AM

নয়া দিল্লি: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নেই। অথচ আপনি বারবার এটিএম ব্যবহার করে টাকা তোলার চেষ্টা করছেন। এরকমটা হলে এবার থেকে সতর্ক থাকতে হবে আপনাকে। এখনও পর্যন্ত এভাবে টাকা তোলার চেষ্টা করলে কোনও বাড়তি টাকা দিতে হয় না আপনাকে। কিন্তু এবার বদলে যাচ্ছে নিয়ম। দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক পিএনবি তার গ্রাহকদের জন্য নয়া নিয়ম চালু করতে চলেছে। যার ফলে সরাসরি টান পড়বে আপনার পকেটে।

যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকার কারণে আপনার এটিএমের লেনদেন সম্পূর্ণ না হয়, তাহলে প্রতি লেনদেন পিছু ১০ টাকা করে কাটা হবে। ধার্য করা হবে জিএসটিও। চলতি বছরের ১ মে থেকে এই নিয়ম চালু হতে চলেছে। ইতিমধ্যেই পিএনবি ব্যাঙ্ক তার গ্রাহকদের এসএমএস করে জানিয়ে দিয়েছে, অ্যাকাউন্টে টাকা কম থাকায় লেনদেন না হলে ১০ টাকা ও সঙ্গে জিএসটি কেটে নেওয়া হবে।

এছাড়া পিএনবি ডেবিট কার্ড ও প্রিপেড কার্ডের ক্ষেত্রেও খরচ বাড়াতে চলেছে। যদি আপনি পিওএস বা ডেবিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করেন, আর তা করতে গিয়ে যদি দেখা যায় অ্যাকাউন্টে যথেষ্ট টাকা নেই, তাহলেও ব্যাঙ্ক পেনাল্টি হিসেবে টাকা কেটে নেবে।

কী কী নিয়ম আনছে পিএনবি একনজরে:

১. ডেবিট কার্ড ও প্রিপেড কার্ডের ক্ষেত্রে বার্ষিক টাকার পরিমাণ বাড়ানো হচ্ছে।

২. পিওএস ও ই কমার্সে লেনদেনের ক্ষেত্রে বসাতে পারে লেভি চার্জ।