একধাক্কায় ৩৫৬ কোটি! জোমাটোর লোকসান বেড়ে হল দ্বিগুণ
Zomato Loss: গত বছর এপ্রিল-জুন ত্রৈমাসিকে লোকসান হয়েছিল ৯৯.৮ কোটি টাকার। এ বছর সেই ত্রৈমাসিকেই লোকসানের পরিমান বেড়ে হল ৩৫৬ কোটি টাকা।
নয়া দিল্লি: চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে ফুট ডেলিভারি সংস্থা জোমাটোর লোকসানের পরিমাণ বেড়ে দাঁড়াল ৩৫৬ কোটি টাকা। গত বছরের এই একই ত্রৈমাসিকে ক্ষতির পরিমাণ ছিল ৯৯.৮ কোটি টাকা। সেই তুলনায় এ বছর ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি। এমনকি গত ত্রৈমাসিকের তুলনায় এই লোকসানের পরিমাণ প্রায় দ্বিগুণ। শেষ ত্রৈমাসিকে অর্থাৎ গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে এই ফুড ডেলিভারি অ্যাপের লোকসান হয়েছিল ১৩০.৮ কোটি টাকা। কিছুদিন আগেই আইপিও খুলে টাকা তোলার চেষ্টা করে জোমাটো। তাতে ভালো সাড়াও পায় এই সংস্থা। তবে করোনা পরিস্থিতিতে যেহেতু রেস্তোরাঁয় খেতে যাওয়ার প্রবণতা কমেছে তার জেরেই এই লোকসান বলে মনে করা হচ্ছে।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, মূলত এমপ্লয়িজ স্টক অপশন প্রোগ্রাম বা ইএসওপি-র জন্যই এই বিপুল লোকসান হয়েছে সংস্থার। ইএসওপি অর্থাৎ যে পদ্ধতিতে সংস্থার কর্মীদের সংস্থার অংশীদার করা হয়। তবে লকডাউনের জন্য যে ক্ষতির মুখে পড়তে হয়েছে ব্যবসায়ীদের, সেই পরিস্থিতিতেও জোমাটো ভালো ব্যবসা করেছে বলে দাবি করেছে সংস্থা।
জোমাটোর সিইও দীপেন্দ্র গোয়েল জানিয়েছেন, ডেলিভারি চার্জ থেকে যে রেভিনিউ সংস্থার হাতে এসেছে তা আগের থেকে ২৬ শতাংশ বেড়েছে। শেষ ত্রৈমাসিকে ডেলিভারি চার্জ থেকে আসা রেভিনিউ ছিল ৯২০ কোটি টাকা। এপ্রিল থেকে জুনের ত্রৈমাসিকের সেই রেভিনিউ বেড়ে হয়েছে ১১৬০ কোটি টাকা। সংস্থার কর্তা জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে ডেলিভারির ক্ষেত্রে ভালো ব্যবসা করেছে জোমাটো।
তবে উল্টোদিকে রেস্তোরাঁয় বসে খাওয়ার ক্ষেত্রে যে রোজগার জোমাটো করে তা এ বার অনেকটাই কমেছে। এ ছাড়া রেস্তোরাঁয় কাঁচামাল সরবরাহ করার যে ব্যবসা জোমাটো করে তাতেও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংস্থার কর্তা দীপেন্দ্র গোয়েল। তবে এ সবের মধ্যেও ডেলিভারি পার্টনারদের টাকা বাড়িয়ে দিয়েছে এই সংস্থা। ৩ লক্ষ ডেলিভারি পার্টনারের পেমেন্ট বাড়ানো হয়েছে ১৫ শতাংশ। যে ডেলিভারি পার্টনার সবথেকে বেশি ডেলিভারি করেছে তাদের ক্ষেত্রে সর্বাধিক ২০ শতাংশ পর্যন্ত পেমেন্ট বেড়েছে। আরও পড়ুন: কলকাতায় ৭ দিনে ১,৪০০ টাকা দাম কমল সোনার! ধস রুপোতেও