ATM-এ টাকা না পাওয়ার দিন শেষ! গ্রাহকদের জন্য বড় সিদ্ধান্ত নিল RBI

RBI: এটিএমে নগদ টাকা না পাওয়ার ঘটনা নতুন নয়। প্রায়শই এক এটিএম থেকে আর এক এটিএমে ছুটতে হয় মানুষজনকে। কোনও সুরাহা মেলে না। তাই রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

ATM-এ টাকা না পাওয়ার দিন শেষ! গ্রাহকদের জন্য বড় সিদ্ধান্ত নিল RBI
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2021 | 4:53 PM

নয়া দিল্লি: এলাকার সবকটি এটিএমে ঘুরেও টাকা পাওয়া যায়নি। এমন অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন অনেকেই। বছরের পর বছর ধরে এই সমস্যা চললেও সুরাহা হয়নি। এ বার এটিএমের গ্রাহকদের জন্য এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটিএমে ঠিক সময়ে টাকা জমা না দিলে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে জরিমানা দিতে হবে। এর ফলে টাকা না থাকার সমস্যা কমবে বলে মনে করা হচ্ছে। আগামী ১ অক্টোবর কার্যকর হচ্ছে এই নিয়ম। যদি ১০ ঘণ্টার বেশি সময় ক্যাশ না থাকলে তাহলে ব্যাঙ্ককে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

রিজার্ভ ব্যাঙ্কের আরও নির্দেশ, ব্যাঙ্কগুলিকে এটিএম পরিচালনার পরিকাঠামো আরও মজবুত করতে হবে। কেবল ব্যাঙ্ক নয়, একাধিক নেটওয়ার্ক, যাদের বলা হয় হোয়াইট লেভেল এটিএম অপারেটর্স, তাদেরও মানতে হবে নতুন নিয়ম। কতক্ষণ টাকা থাকছে না এটিএম-এ, রিজার্ভ ব্যাঙ্ককে সেই তথ্য নিয়মিত জানাতে হবে ব্যাঙ্কগুলিকে।

ইতিমধ্যেই সব ব্যাঙ্কের এমডি ও সিইওদের এই সংক্রান্ত নোটিশ দিয়েছে রিজার্ভ ব্যাংক। নোটিফিকেশনে বলা হয়েছে যাতে ব্যাঙ্কগুলি ঠিক সময়ের মধ্যে সংশ্লিষ্ট এটিএম গুলিতে নোট পাঠিয়ে দেয়। রিজার্ভ ব্যাঙ্ক সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, নগদ টাকা না থাকার জন্য মাঝেমধ্যেই সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। দেখা গিয়েছে যে অনেক সময় এই এটিএম গুলিতে ক্যাশ টাকা থাকছে না।

রিজার্ভ ব্যাঙ্কের এই নতুন উদ্যোগে ব্যাঙ্কগুলিকে ডাউন টাইম অর্থাৎ কতক্ষণ ক্যাশ থাকল না সেই রিপোর্ট দিতে হবে রিজার্ভ ব্যাঙ্কে। ব্যাঙ্কগুলি থেকে একটি সিস্টেম জেনারেটেড স্টেটমেন্ট বেরোবে। সেখানে উল্লেখ থাকবে যে ডাউনটাইম ঠিক কত। যদি সে ক্ষেত্রে অপারেটরদের কোনও সমস্যা থেকে থাকে তাহলে তার জন্য আলাদা একটি স্টেটমেন্ট বের করে দিতে হবে ব্যাঙ্কগুলিকে। প্রত্যেক মাসের ৫ তারিখের মধ্যে আগের মাসের স্টেটমেন্ট দিতে হবে রিজার্ভ ব্যাঙ্কে। অর্থাৎ এই উদ্যোগ যদি ১ অক্টোবর থেকে শুরু হয়, তাহলে নভেম্বরের ৫ তারিখের মধ্যে প্রথম স্টেটমেন্ট জমা দেবে ব্যাঙ্কগুলি। আরও পড়ুন: একধাক্কায় ৩৫৬ কোটি! জোমাটোর লোকসান বেড়ে হল দ্বিগুণ