Amazon Job: IIT বা IIM-এর ডিগ্রি নেই, ১.২ কোটির চাকরি পেয়ে রেকর্ড করেছিলেন অভিজিৎ
Amazon Job: পড়াশোনা শেষ করার পর থেকেই চাকরির চেষ্টা করছিলেন অভিজিৎ। বিশ্বের অন্যতম বড় ও জনপ্রিয় ই-কমার্স সংস্থা আমাজনে চাকরি পেয়ে চলে যান তাঁর।
নয়া দিল্লি: কষ্ট করে পড়াশোনা শেষ করার পর একটা মোটা অঙ্কের বেতনের চাকরির স্বপ্ন দেখেন অনেকেই। তবে কেউ বলেন, পরিশ্রম করলেই মেলে ফল, আবার কেউ বলেন, চাকরিটা নাকি ভাগ্যের ব্যাপার। বেশর ভাগ ক্ষেত্রেই দেখা যায় আন্তর্জাতিক সংস্থায় কোটি টাকার প্যাকেজ নিয়ে যান আইআইটি ও আইআইএম-এর ছাত্র-ছাত্রীরাই। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম। অভিজিৎ দ্বিবেদী নামে এক ছাত্র আইআইআইটি (ইন্ডিয়ান ইন্সটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি) থেকে পড়াশোনা করে পেয়েছেন মোটা টাকার প্যাকেজ। ১.২ কোটির প্যাকেজ পেয়ে বিদেশে পাড়ি দেন তিনি।
পড়াশোনা শেষ করার পর থেকেই চাকরির চেষ্টা করছিলেন অভিজিৎ। বিশ্বের অন্যতম বড় ও জনপ্রিয় ই-কমার্স সংস্থা আমাজনে চাকরি পেয়ে চলে যান তাঁর। লখনউ-এর অভিজিৎ তাঁর শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবথেকে বেশি অঙ্কের বেতন পেয়ে রেকর্ড গড়েন।
আপাতত আমাজনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন অভিজিৎ দ্বিবেদী। থাকেন আয়ারল্যান্ডের ডাবলিনে। অভিজিৎ বলেন, তাঁর লক্ষ্য স্থির ছিল আর প্রস্তুতি ভাল ছিল বলেই তিনি এমন একটি চাকরি পেয়েছেন।
অভিজিৎ জানান, তিনি পড়াশোনা আর প্রযুক্তি সংক্রান্ত শিক্ষার মাঝে ইন্টারভিউ-এর জন্য বিশেষ প্রস্তুতিও নিয়েছিলেন। কথা বলার ক্ষমতা, শারীরিক ভাষা, এসবের দিকেও নজর দিয়েছিলেন। এছাড়া নিয়মিত খোঁজ খবর রাখতেন কোন সংস্থায় চাকরির সুযোগ তৈরি হচ্ছে, সে ব্যাপারে। এর থেকেই প্রমাণ হয়, লক্ষ্য স্থির থাকলে সাফল্য আসে সহজেই।