UPSC Recruitment 2023: কেন্দ্রীয় সরকারি চাকরির দারুণ সুযোগ, UPSC-র মাধ্যমে চলছে নিয়োগ, জানুন বিস্তারিত

UPSC Recruitment 2023: ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদন জানানোর শেষ তারিখ আগামী ২৯ জুন।

UPSC Recruitment 2023: কেন্দ্রীয় সরকারি চাকরির দারুণ সুযোগ, UPSC-র মাধ্যমে চলছে নিয়োগ, জানুন বিস্তারিত
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2023 | 7:11 AM

নয়া দিল্লি: যারা সরকারি চাকরি খুঁজছেন, তাদের জন্য সুখবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে প্রকাশিত হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ইউপিএসসি-র তরফে জানানো হয়েছে, স্পেশালিস্ট গ্রেড-৩, অ্যাসিস্টেন্ট সার্জন, মেডিক্যাল অফিসার সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদন জানানোর শেষ তারিখ আগামী ২৯ জুন। আবেদনকারীরা ৩০ জুন অবধি আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট upsconline.nic.in- এ গিয়ে আবেদন করতে পারেন।

ইউপিএসসি-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ১১৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ-

স্পেশালিস্ট গ্রেড-৩ (মাইক্রোবায়োলজি বা ব্যাক্টেরিলজি) – মোট ২৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

স্পেশালিস্ট গ্রেড-৩ (প্যাথোলজি) – মোট ১৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

অ্যাসিস্টেন্ট সার্জন/ মেডিক্যাল অফিসার- মোট ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

সিনিয়র অ্যাসিস্টেন্ট কন্ট্রোলার- মোট ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

অ্যাসিস্টেন্ট প্রফেসর/লেকচারার (অ্যানাটমি)- মোট ৬টি শূন্যপদে নিয়োগ করা হবে।

অ্যাসিস্টেন্ট প্রফেসর/লেকচারার (কমিউনিটি মেডিসিন) – মোট ৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

অ্যাসিস্টেন্ট প্রফেসর/লেকচারার (ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি) – মোট ৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

অ্যাসিস্টেন্ট প্রফেসর/লেকচারার (গাইনোকোলজি) -মোট ৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

অ্যাসিস্টেন্ট প্রফেসর/লেকচারার (হোমিওপ্য়াথিক)- মোট ৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

অ্যাসিস্টেন্ট প্রফেসর/লেকচারার (হোমিওপ্যাথিক ফার্মেসি)- মোট ৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

অ্যাসিস্টেন্ট প্রফেসর/লেকচারার (অর্গানন অব মেডিসিন)- মোট ৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

অ্যাসিস্টেন্ট প্রফেসর/লেকচারার (প্রাক্টিস অব মেডিসিন)- মোট ৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

অ্যাসিস্টেন্ট প্রফেসর/লেকচারার (ফিজিওলজি)- ৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

অ্যাসিস্টেন্ট প্রফেসর/লেকচারার (প্যাথোলজি অ্যান্ড মাইকোবায়োলজি)- ৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

অ্যাসিস্টেন্ট প্রফেসর/লেকচারার (রিপোর্টারি)- মোট ৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

অ্যাসিস্টেন্ট প্রফেসর/লেকচারার (সার্জারি)- ৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন ফি-

এই শূন্যপদে আবেদনের জন্য মাত্র ২৫ টাকা আবেদন ফি দিতে হবে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ব্রাঞ্চে নগদে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, মহিলা ও বিশেষভাবে সক্ষমদের কোনও আবেদন ফি দিতে হবে না।