RBI Recruitment: ৭১ হাজার টাকা বেতন, RBI দিচ্ছে চাকরির দারুণ সুযোগ, আবেদন করুন এখনই

RBI Recruitment 2023: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মোট ৩৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) পদে ২৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। বাকি তিনটি পদ জুনিয়র ইঞ্জিনিয়র (ইলেকট্রিক্যাল)-র জন্য ধার্য করা হয়েছে।

RBI Recruitment: ৭১ হাজার টাকা বেতন, RBI দিচ্ছে চাকরির দারুণ সুযোগ, আবেদন করুন এখনই
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2023 | 7:33 AM

নয়া দিল্লি: চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India) দিচ্ছে চাকরির সুযোগ। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে সম্প্রতিই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই শূন্যপদে কর্মী নিয়োগ শুরু হয়ে গিয়েছে। শূন্যপদে আবেদন জানানোর শেষ তারিখ ৩০ জুন। আগ্রহী আবেদনকারীরা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট opportunities.rbi.org.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মোট ৩৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) পদে ২৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। বাকি তিনটি পদ জুনিয়র ইঞ্জিনিয়র (ইলেকট্রিক্যাল)-র জন্য ধার্য করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-

আগ্রহী আবেদনকারীদের সরকারি স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে সিভিস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে।

বয়সসীমা-

এই শূন্যপদে আবেদনকারীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন-

এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেসিক বেতন হবে ৭১ হাজার ৩২ টাকা।