BOB Recruitment 2023: মাধ্যমিক পাশ করলেই ব্যাঙ্ক অব বরোদায় চাকরির সুযোগ, এইভাবে আবেদন করুন
BOB Recruitment 2023: ব্য়াঙ্ক অব বরোদার তরফে জানানো হয়েছে, ১২ মাসের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। অফলাইনে এই শূন্যপদে আবেদন করা যাবে।
নয়া দিল্লি: ব্যাঙ্কে চাকরি করতে চান? তবে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ। ব্যাঙ্ক অব বরোদায় চলছে কর্মী নিয়োগ। ব্যাঙ্ক অব বরোদার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অফিস অ্যাটেন্ডার ও ফ্যাকাল্টি পদে কর্মী নিয়োগ করা হবে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল, এই শূন্যপদে নিয়োগের জন্য কোনও প্রকার পরীক্ষা দিতে হবে না। সরাসরি ব্যক্তিগত ইন্টারভিউয়ের মাধ্য়মে কর্মী নিয়োগ করা হবে।
ব্য়াঙ্ক অব বরোদার তরফে জানানো হয়েছে, ১২ মাসের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। অফলাইনে এই শূন্যপদে আবেদন করা যাবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন-
শূন্যপদ-
অফিস অ্যাটেন্ডার ও ফ্যাকাল্টি পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এই শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ-
এই শূন্য়পদে আবেদনের শেষ তারিখ হল ১৫ জুন।
শিক্ষাগত যোগ্যতা-
এই শূন্যপদে আবেদনের জন্য ভিন্ন শিক্ষাগত যোগ্যতা ধার্য করা হয়েছে।
ফ্যাকাল্টি-
ফ্যাকাল্টি পদে যাদের নিয়োগ করা হবে, তাদের স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে সোশিওলজি, সাইকোলজি, হর্টিকালচার, এগ্রিকালচার মার্কেটিং বিষয়ে। পাশাপাশি আবেদনকারীদের কম্পিউটার ব্য়বহারের জ্ঞান ও স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
অফিস অ্যাটেনডেন্ট-
এই শূন্যপদে আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে এবং স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা-
এই শূন্যপদে যারা আবেদন করবেন, তাদের বয়সসীমা ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন-
ফ্য়াকাল্টি পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ২২ হাজার ৫০০ টাকা হবে।
অ্যাটেনডেন্ট পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ৯৫০০ টাকা হবে। এছাড়া আবেদনকারীদের ৫০০ টাকা ট্রাভেল অ্যালাওয়েন্স দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
অফলাইনে এই শূন্যপদে আবেদন করা যাবে। আবেদনকারীরা ব্য়াঙ্ক অব বরোদার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে এবং তা এই ঠিকানায় পাঠাতে হবে-
বরোদা স্বরোজগার বিকাশ সংস্থান ট্রাস্ট, ব্যাঙ্ক অব বরোদা রিজিওনাল অফিস, ধামতারি, প্রথম তল, সিভিক সেন্টার, সেক্টর-৫, ভিলাই (ছত্তীসগঢ়)- ৪৯০০০৬।