BHEL Recruitment 2022: ভারত হেভি ইলেক্ট্রিক্যাল লিমিটেডে কর্মী নিয়োগ, বেতন মিলবে লক্ষাধিক টাকা

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর পরীক্ষা নেওয়া হবে। সিভিল, মেকানিক্যাল, আইটি, কম্পিউটার সায়েন্স সহ বিভিন্ন ক্ষেত্রের ১৫০টি পদে কর্মী নিয়োগ করা হবে।

BHEL Recruitment 2022: ভারত হেভি ইলেক্ট্রিক্যাল লিমিটেডে কর্মী নিয়োগ, বেতন মিলবে লক্ষাধিক টাকা
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2022 | 1:10 AM

ভারত হেভি ইলেক্ট্রিক্যাল লিমিটেড চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শুনিয়েছে। ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ট্রেনি পদের জন্য কর্মী নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ভেলের ওয়েবসাইট careers.bhel.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। ৪ অক্টোবর অবধি এই পদে আবেদন করা যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর পরীক্ষা নেওয়া হবে। সিভিল, মেকানিক্যাল, আইটি, কম্পিউটার সায়েন্স সহ বিভিন্ন ক্ষেত্রের ১৫০টি পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদগুলির জন্য প্রয়োজনীয় তথ্য এক নজরে দেখে নেওয়া যাক…

নিয়োগ পদ্ধতি

ইঞ্জিনিয়ার বা এক্সিকিউটিভ ট্রেনি পদে যাদের নিয়োগ করা হবে তাদের ১ বছর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের সময়ে ৫০ হাজার টাকা বেসিক পে হবে। ১ লক্ষ টাকা আবধি বেতন দেওয়া হবে। প্রশিক্ষণ শেষের পর বেতন হবে ৬০,০০০-১,৮০,০০০ টাকা।

আবেদন পদ্ধতি

প্রথমেই ভেলের ওয়েবসাইট careers.bhel.in এ যেতে হবে।

সেখানে গিয়ে recruitment of engineers / executive trainee-তে ক্লিক করতে হবে।

সেখানে গিয়ে ‘apply online’ এ ক্লিক করে নাম নথিভুক্ত করতে হবে।

এবার লগইন করে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

আবেদনপত্র ডাউনলোড করে ভবিষ্যতে ব্যবহারের জন্য সেভ করে রাখতে হবে।

বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন