Bankura Sub Divisional Office Recruitment: রাজ্য়ে ফের আশা কর্মী নিয়োগ, কত তারিখ অবধি করা যাবে আবেদন?
Bankura Sub Divisional Office Recruitment: রাজ্যে ফের আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। ১২ ডিসেম্বর অবধি কার যাবে আবেদন।
ফের রাজ্যে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে। বাঁকুড়া সাব ডিভিশনাল অফিস (Bankura Sub Divisional Office)-র তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা:
বাঁকুড়া সাব ডিভিশনাল অফিস (Bankura Sub Divisional Office)
পদের নাম:
ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর বা আশা কর্মী পদে নিয়োগ করা হচ্ছে।
নিয়োগস্থল:
পশ্চিমবঙ্গের বাঁকুড়ার জন্য নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:
বাঁকুড়া সাব ডিভিশনাল অফিসের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর, এমবিএ, এমএসডব্লু করতে হবে।
বয়সসীমা:
২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স হতে ৪০ বছরের মধ্যে। তবে কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। ওবিসি প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন এবং SC, ST প্রার্থীরা ছাড় পাবেন ৫ বছরের।
আবেদনমূল্য:
কোনও আবেদনমূল্য দিতে হবে না এই পদে আবেদনের জন্য।
বেতন:
মাসিক বেতন মিলবে ১৫ হাজার টাকা।
নির্বাচন পদ্ধতি:
লিখিত পরীক্ষা, কম্পিউটারে দক্ষতার পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র পৌঁছে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
The Sub Divisional Officer, Bankura Sardar, P.O, PS Bankura, Dist. Bankura, Pin – 722101
আবেদনের শেষ দিন:
১২ ডিসেম্বর পর্যন্ত করা যাবে আবেদন।
এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন