BRO Recruitment 2022: ৩০০-রও বেশি পদে নিয়োগ চলছে এই কেন্দ্রীয় সরকারি সংস্থায়, আবেদন করুন এখনই
BRO Recruitment 2022: বর্ডার রোডস অর্গানাইজেশনের তরফে জানানো হয়েছে, মোট ৩২৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। ড্রাউটসম্যান, সুপারভাইজর, হিন্দি টাইপিস্ট, অপারেটর সহ একাধিক পদে নিয়োগ করা হবে।
নয়া দিল্লি: করোনাকালে চাকরির বাজারে সঙ্কট দেখা দিলেও, বর্তমানে হাল ফিরেছে সেই বাজারে। তৈরি হচ্ছে একের পর এক কর্মসংস্থানের সুযোগ। সরকারি ক্ষেত্রেও একাধিক জায়গায় শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। এবার বর্ডার রোডস অর্গানাইজেশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। জেনারেল রিসার্ভ ইঞ্জিনিয়ারের অধীনে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীরা অনলাইন ও অফলাইন- দুইভাবেই আবেদনপত্র জমা করতে পারবেন। আবেদন জমা করার শেষ তারিখ হল ১০ নভেম্বর।
বর্ডার রোডস অর্গানাইজেশনের তরফে জানানো হয়েছে, মোট ৩২৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। ড্রাউটসম্যান, সুপারভাইজর, হিন্দি টাইপিস্ট, অপারেটর সহ একাধিক পদে নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য জানার জন্য www.bro.gov.in- এ লগ ইন করতে পারেন আবেদনকারীরা।
শূন্যপদের সংখ্যা- ৩২৮
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীদের অবশ্যই দ্বাদশ শ্রেণি বা সমতুল্য কোনও ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা-
আবেদনকারীদের বয়স অবশ্যই ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
বাছাই প্রক্রিয়া-
লিখিত পরীক্ষা ও ট্রেড পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন ফি-
জেনারেল, ওবিসিদের আবেদনের জন্য ৫০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।
আবেদন পদ্ধতি-
আবেদনকারীদের প্রথমে www.bro.gov.in- এ যেতে হবে।
এরপর প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করতে হবে এবং সঙ্গে উপযুক্ত ডকুমেন্ট আপলোড করতে হবে।