Job Cut: একসঙ্গে কাজ হারাচ্ছেন ১২ হাজার কর্মী, ‘চুপিচুপি’ এই কাজ করছে Facebook
Job Cut: বিগত বেশ কয়েক মাস ধরেই কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছিল ফেসবুক। কয়েক মাস আগেই সংস্থার তরফে আপাতভাবে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার কথাও ঘোষণা করা হয়েছিল।
ওয়াশিংটন: এক ধাক্কায় কাজ হারালেন কমপক্ষে ১২ হাজার কর্মী। মেটার তরফে চুপচাপ কর্মী ছাঁটাই করা হল হাজার হাজার কর্মীকে। জানা গিয়েছে, ফেসবুক থেকেই এই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হল। কমপক্ষে ১২ হাজার বা ফেসবুকের ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
সংস্থার অন্দরের খবর, যে সমস্ত কর্মীরা সঠিকভাবে কাজ করছিলেন না, বা তাদের কাজে সংস্থা সন্তুষ্ট ছিল না, তাদেরই একসঙ্গে ছাটাই করা হয়েছে মেটা সংস্থার তরফে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফেসবুকের মোট কর্মক্ষমতার ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে। অর্থাৎ ১২ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাতে চলেছেন। এক প্রকার জোর করেই কর্মীদের তাড়িয়ে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, বিগত বেশ কয়েক মাস ধরেই কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছিল ফেসবুক। কয়েক মাস আগেই সংস্থার তরফে আপাতভাবে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার কথাও ঘোষণা করা হয়েছিল। মেটার প্রস্তুতকারক তথা সিইও মার্ক জুকারবার্গ আগেই সাফ জানিয়ে দিয়েছিলেন, গোটা সংস্থা জুড়েই কর্মী নিয়োগ বন্ধ রাখা হচ্ছে। এরপরে কর্মী ছাঁটাইও করা হবে।
প্রত্যেক সপ্তাহেই সংস্থার কর্মীদের সঙ্গে বৈঠক করেন চিফ এগজিকিউটিভ অফিসার মার্ক জুকারবার্গ। সম্প্রতি সেখানেই তিনি কর্মীদের বলেছিলেন যে নিজেদের মধ্যেই যেন তারা কাজ ভাগ করে নেন, কারণ পরবর্তী সময়ে অদক্ষ কর্মীদের ও অপ্রয়োজনীয় পদগুলি সংস্থা থেকে সরিয়ে দেওয়া হবে।
সূত্রের খবর, কর্মীদের ৩০ থেকে ৬০ দিনের ওয়েটিং লিস্টে রাখা হচ্ছে। এই সময়ের মধ্যেই কর্মীদের জানিয়ে দেওয়া হবে যে তাদের চাকরি থাকবে কি না, তা জানিয়ে দেওয়া হবে।