Central Bank of India Recruitment 2023: রয়েছে ৫০০০ শূন্যপদ, স্নাতক হলেই এই ব্যাঙ্কে করা যাবে চাকরির আবেদন, জানুন বিস্তারিত
Central Bank of India Recruitment 2023: যারা স্নাতক, তারা এই শূন্য়পদে আবেদন করতে পারেন। যোগ্য প্রার্থীদের অনলাইন পরীক্ষা ও স্থানীয় ভাষায় পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে। আগামী এপ্রিল মাসে এই চাকরির পরীক্ষা হবে।
নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য় সুখবর। ফের একটি ব্যাঙ্কে তৈরি হল কর্মসংস্থানের সুযোগ। সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (Central Bank of India) তরফে জানানো ৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। গত ২০ মার্চই এই কর্মীনিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আগামী ৩ এপ্রিল অবধি এই শূন্যপদে কর্মী নিয়োগের আবেদন করা যাবে।
সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, দেশজুড়ে কর্মী নিয়োগ শুরু করা হয়েছে। মোট ৫ হাজার অ্য়াপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনে এই শূন্যপদে আবেদন করতে হবে। এর জন্য আগ্রহী আবেদনকারীদের সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.centralbankofindia.co.in- এ লগ ইন করে আবেদন করতে হবে।
যারা স্নাতক, তারা এই শূন্য়পদে আবেদন করতে পারেন। যোগ্য প্রার্থীদের অনলাইন পরীক্ষা ও স্থানীয় ভাষায় পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে। আগামী এপ্রিল মাসে এই চাকরির পরীক্ষা হবে।
শিক্ষাগত যোগ্য়তা-
এই শূন্য়পদে যারা আবেদন করতে আগ্রহী, তাদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
বেতন-
এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা হবে।
আবেদন ফি-
এই শূন্যপদে সাধারণ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণিদের আবেদন ফি বাবদ ৮০০ টাকা ও অতিরিক্ত জিএসটি দিতে হবে। জনজাতি, উপজাতি ও মহিলাদের শূন্যপদে আবেদনের জন্য ৬০০ টাকা ও অতিরিক্ত জিএসটি দিতে হবে। বিশেষভাবে সক্ষমদের আবেদনের জন্য ৪০০ টাকা ও অতিরিক্ত জিএসটি দিতে হবে।