CSIR Recruitment 2023: স্নাতকদের চাকরির দারুণ সুযোগ, এই তারিখের মধ্যে করুন আবেদন
CSIR Recruitment 2023: সিএসআইআরের অধীনে ইন্সটিটিউট অব জিনোমিক্স অ্য়ান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি-তে টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে কর্মী নিয়োগ শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২৩ ডিসেম্বর।
নয়া দিল্লি: চাকরি প্রার্থীদের জন্য় ভাল খবর। বছর শেষেও চাকরির দারুণ সুযোগ। কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা সিএসআইআর-র অধীনে শুরু হচ্ছে কর্মী নিয়োগ। সিএসআইআরের অধীনে ইন্সটিটিউট অব জিনোমিক্স অ্য়ান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি-তে টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে কর্মী নিয়োগ শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২৩ ডিসেম্বর। আগ্রহী আবেদনকারীরা সরাসরি igib.res.in- ওয়েবসাইটে ক্লিক করে শূন্যপদে আবেদন জানাতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা-
এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে বায়োলজিতে বিএসসি বা সমতুল্য কোনও ডিগ্রি থাকতে হবে। এছাড়া কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা-
এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর ধার্য করা হয়েছে।
বেতন-
এই শূন্য়পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন শুরু হবে ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা বেতন হবে।
নির্বাচন পদ্ধতি-
ট্রেড টেস্টের মাধ্য়মে যোগ্য় প্রার্থীদের বেছে নেওয়া হবে। লিখিত পরীক্ষা নেওয়া হবে। তবে এখনও অবধি পরীক্ষার তারিখ প্রকাশ হয়নি।