Prasar Bharati: কলকাতা দূরদর্শনে কাজ করতে চান? চুক্তির ভিত্তিতে নিয়োগ করছে প্রসার ভারতী
এই পদে আবেদনগ্রহণ শুরু হয়েছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। গল্ফগ্রিনে দূরদর্শনের কেন্দ্রে আবেদনপত্র পাঠাতে হবে।
কলকাতা: কলকাতা দূরদর্শন কেন্দ্রের জন্য লোক নিয়োগ করবে প্রসার ভারতী। ৯টি বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। তবে এই সব নিয়োগ হবে চুক্তিভিত্তিক। এই সংক্রান্ত যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে বিভিন্ন পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বিস্তারিত উল্লেখিত হয়েছে।
প্রসার ভারতীর অফিসিয়াল বিজ্ঞপ্তির সঙ্গেই দেওয়া হয়েছে আবেদন পত্র। সেই ফর্ম ফিল আপ করে তা পাঠাতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায়। ইমেল আইডি-তেও তা পাঠানো যাবে। কলকাতা দূরদর্শন কেন্দ্রের জন্য পোস্ট প্রোডাকশন অ্যাসিট্যান্ট, বিউটিশিয়ান, ভিডিয়ো অ্যাসিট্যান্ট, ভিডিয়ো অ্যাসিট্যান্ট, সেট অ্যাসিট্যান্ট, লাইব্রেরি অ্যাসিট্যান্ট, সোশ্যাল মিডিয়া অ্যাসিট্যান্ট, সিজি অপারেটর, ব্রডকাস্ট অ্যাসিট্যান্ট এবং রিসোর্স পারসন নেওয়া হবে।
আবেদনের পর যোগ্যতা অনুযায়ী তালিকা তৈরি হবে। তার পর পরীক্ষা নেওয়া হবে না ইন্টারভিউ তা প্রসার ভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। তবে কোনও আবেদনকারী কেবলমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। কোনও এক ব্যক্তি দুটি একাধিক পদের জন্য আবেদন করলে তাঁর আবেদন বাতিল হয়ে যাবে।
তবে এই পদে আবেদনগ্রহণ শুরু হয়েছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। গল্ফগ্রিনে দূরদর্শনের কেন্দ্রে আবেদনপত্র পাঠাতে হবে। ২১ থেকে ৪০ বছর বয়সীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এই সব পদে দূরদর্শন কাউকে নিয়োগ করবে। চুক্তির ভিত্তিতে কাজের জন্য এই পদে লোক নেবে। এই লিঙ্কে ক্লিক করে দেখুন বিস্তারিত বিজ্ঞপ্তি।