DRDO Recruitment 2022: DRDO-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কীভাবে করবেন আবেদন জেনে নিন

CAREER: অ্যাডমিন ও সংলগ্ন ক্যাডার পদে নিয়োগ করা হবে। ৭ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ৭ ডিসেম্বর অবধি আবেদন করা যাবে।

DRDO Recruitment 2022: DRDO-তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কীভাবে করবেন আবেদন জেনে নিন
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2022 | 9:30 AM

কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও সেপ্টাম পদে কর্মী নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। অ্যাডমিন ও সংলগ্ন ক্যাডার পদে নিয়োগ করা হবে। ৭ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ৭ ডিসেম্বর অবধি আবেদন করা যাবে। অসংরক্ষিতদের ১০০ টাকা ও অন্যান্য সংরক্ষিত ও মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সব মিলিয়ে ১ হাজার ৬১টি পদে কর্মী নিয়োগ করা হবে। কীভাবে আবেদন করবেন বা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাই বা কী, তা এক নজরে দেখে নেওয়া যাক

কোন পদে নিয়োগ ও কতগুলি শূন্যপদ

জুনিয়র ট্রান্সলেশন অফিসার (জেটিও): ৩৩ জন

স্টেনোগ্রাফার গ্রেড-I (ইংরেজি টাইপিং): ২১৫ জন

স্টেনোগ্রাফার গ্রেড-২ (ইংরেজি টাইপিং): ১২৩ জন

প্রশাসনিক সহকারী (ইংরেজি টাইপিং): ২৫০ জন

প্রশাসনিক সহকারী (হিন্দি টাইপিং): ১২ জন

স্টোর সহকারী (ইংরেজি টাইপিং): ১৩৪ জন

স্টোর সহকারী (হিন্দি টাইপিং): ৪ জন

নিরাপত্তা সহকারী: ৪১ জন

যানবাহন অপারেটর: ১৪৫ জন

ফায়ার ইঞ্জিন চালক: ১৮ জন

ফায়ারম্যান: ৮৬ জন

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, তা জানতে ডিআরডিওর অফিসিয়াল ওয়েবসাইট www.drdo.gov.in এ যেতে হবে।

বয়স: আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ছাড় রয়েছে।

নিয়োগ পদ্ধতি: টায়ার ১ এ কম্পিউটার বেসড টেস্ট এবং টায়ার ২ তে দক্ষতা, শারীরিক সক্ষমতার মাধ্যমে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে।

বেতন: বিভিন্ন পদের জন্য বেতনক্রম বিভিন্ন। পে লেভেল অনুযায়ী কত থেকে কত বেতন হতে পারে, তা এক নজরে দেখে নেওয়া যাক

পে লেভেল ২: ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা

পে লেভেল ৪: ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা

পে লেভেল ৬: ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা