NTPC: এনটিপিসিতে প্রচুর শূন্যপদে নিয়োগ, জানুন কোথায়, কীভাবে আবেদন করতে হবে

NTPC: গেট ২০২২-এর মাধ্যমে প্রচুর নিয়োগ করবে। ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ও মাইনিং ইঞ্জিনিয়ার, ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেনটেশনে নিয়োগ হবে।

NTPC: এনটিপিসিতে প্রচুর শূন্যপদে নিয়োগ, জানুন কোথায়, কীভাবে আবেদন করতে হবে
৪৫ টি জুনিয়র রিসার্চ ফেলো (Junior Research Fellow) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে এম.এসসি পাশ করতে হবে আবেদনকারীদের।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2022 | 9:30 AM

গত দু’ বছর করোনার ধাক্কায় মার খেয়েছে চাকরির বাজারও। তবে সেসব দূরে ঠেলে ফের ঘুরে দাঁড়াচ্ছে বাজার। বিভিন্ন সংস্থা নিয়মিত নিয়োগের বিজ্ঞপ্তি জারি করছে। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা এনটিপিসি (NTPC) নিয়োগ করবে। এনটিপিসিতে চাকরির স্বপ্ন দেখেন অনেকেই। তাঁদের জন্য নিঃসন্দেহে বড় সুযোগ। প্রচুর শূন্যপদ এবং বিভিন্ন বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ৮৬৪ শূন্যপদে নিয়োগ করা হবে। গেট ২০২২ বা GATE 2022-এর মাধ্যমে ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ট্রেনি পদে লোক নেবে তারা। ২৮ অক্টোবর ২০২২ থেকে আবেদন পত্র নেওয়া শুরু হয়েছে। ১১ নভেম্বর ২০২২ পর্যন্ত আবেদন করা যাবে। এনটিপিসির অফিশিয়াল ওয়েবসাইট careers.ntpc.co.in.-এ আবেদন করতে বলা হয়েছে। কী ভাবে নিয়োগ করা হবে, কারা আবেদনের যোগ্য সমস্ত বিস্তারিত রইল…

কোন বিভাগে কত নিয়োগ

মোট শূন্যপদ ৮৬৪। এরমধ্যে ২৮০ পদ রয়েছে ইলেক্ট্রিকালে। ৩৬০ শূন্যপদ রয়েছে মেকানিক্যালে, ১৬৪ শূন্যপদ রয়েছে ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেনটেশনে। এছাড়াও ৩০ পদে সিভিল, ৩০ পদে মাইনিং ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ করা হবে।

কারা আবেদন করতে পারবেন

গেট ২০২২-এ পরীক্ষা দিয়েছেন এবং কৃতকার্যরা এই শূন্যপদে আবেদনের যোগ্য।

বয়স সীমা কত

৮৬৪ শূন্যপদে যাঁরা আবেদন করবেন তাঁদের বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ২৭ বছর (১১ নভেম্বর ২০২২ পর্যন্ত)।

কীভাবে আবেদন করবেন

অফিশিয়াল ওয়েবসাইট careers.ntpc.co.in-এ ক্লিক করুন

ওয়েবসাইটের হোম পেজটি খোলার পর অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করুন

একটি আবেদনপত্র খুলে যাবে। তা পূরণ করতে হবে। বিস্তারিত দিয়ে তা পূরণ করুন

অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার অপশন রয়েছে। অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে

** পরবর্তীকালে যাতে রেফারেন্স হিসাবে কিছু হাতে থাকে, তার জন্য একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন