DSSSB Recruitment 2022: শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, জেনে নিন আবেদনের খুঁটিনাটি
job alert 2022: এছাড়াও অন্যান্য বেশ কিছু পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা ২৮ জুলাই থেকে ২৭ অগস্টের মধ্যে আবেদন করতে পারেন।
কলকাতা: দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড অথবা ডিএসএসএসবিটে প্রশিক্ষিত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও অন্যান্য বেশ কিছু পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা ২৮ জুলাই থেকে ২৭ অগস্টের মধ্যে আবেদন করতে পারেন। শিক্ষক ও অন্যান্য পদে অনলাইনে আবেদন করা যাবে। dsssbonline.nic.in ওয়েবসাইটে গিয়ে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনও পদ্ধতিতে আবেদন গ্রাহ্য হবে না। বিস্তারিত জেনে নেওয়া যাক..
- এই পদে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকার পাশাপাশি আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
- প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে সব মিলিয়ে মোট ৫৪৭টি শূন্যপদ রয়েছে।
- প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ২৭ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারীদের ওয়ান টায়ার অথবা টু টায়ার টেস্টের মাধ্যমে বেছে নেওয়া হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী শারীরিক সক্ষমতার পরীক্ষাও নেওয়া হতে পারে।
- এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বেলায় কোনও আবেদন ফি লাগবে না।
- আবেদন ও বিস্তারিত জানতে www.dsssbonline.nic.in ওয়েবসাইটে যেতে হবে।