EPFO Recruitment 2023: সরকারি চাকরির দারুণ সুযোগ, EPFO-এ চলছে কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত
Government Job: ইপিএফও-র তরফে জানানো হয়েছে, আগামী ১৮, ২১, ২২ ও ২৩ অগস্ট নিয়োগ পরীক্ষা হবে। এই দিনগুলিতে সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্টেন্ট পদের জন্য পরীক্ষা হবে।
নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে চলছে কর্মী নিয়োগ। সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্টেন্ট ও স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ করা হবে। ইপিএফও-র তরফে জানানো হয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। আগামী অগস্ট মাসে এই নিয়োগের পরীক্ষা হবে।
ইপিএফও-র তরফে জানানো হয়েছে, আগামী ১৮, ২১, ২২ ও ২৩ অগস্ট নিয়োগ পরীক্ষা হবে। এই দিনগুলিতে সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্টেন্ট পদের জন্য পরীক্ষা হবে। ১ অগস্ট স্টেনোগ্রাফার পদের জন্য পরীক্ষা হবে। পরীক্ষার দু-তিনদিন আগে অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে।
জানা গিয়েছে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। মোট ১০০টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। মোট ৯০ মিনিটের পরীক্ষা হবে। পরীক্ষায় পাশ করার জন্য ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে পাশ মার্কস ৫৫ শতাংশ ধার্য করা হয়েছে।
যদি আপনিও সরকারি চাকরি করতে চান, তবে এই শূন্যপদে আবেদন করতে পারেন।